এক্সপ্লোর
Partha Chatterjee Arrested: বড় চাকরি ছেড়ে রাজনীতিতে, টাকার লোভ নেই, জানিয়েছিলেন পার্থ
Partha in TMC: সংসার চালাতে রাজনীতি নয়, মোটা বেতনের কর্পোরেট চাকরি বেছে নিয়েছিলেন পার্থ। চাকরি করতেন অ্যান্ড্রু ইউলে-র মতো বহুজাতিক সংস্থার উঁচু পদে। কিন্তু মমতার পাশে থাকতে রাজনীতিতে প্রবেশ।
গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।
1/11

রাজনীতির সঙ্গে পরিচয় কলেজ জীবনেই। কিন্তু তাকে পেশা হিসেবে বেছে নেওয়া অনেক পরে। এ যাবৎ আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। কিন্তু দুর্নীতি মামলায় নাম ওঠার পর নেত্রীর সঙ্গে যোগাযোগই করতে পারছেন না বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি এর আগে হতে হয়নি তাঁকে।
2/11

রাজ্য রাজনীতির ভরকেন্দ্র কলকাতা শহরেই জন্ম পার্থর। পড়াশোনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এর পর আশুতোষ কলেজে অর্থনীতি পড়া শেষ করে এমবিএ।
Published at : 23 Jul 2022 02:36 PM (IST)
আরও দেখুন






















