এক্সপ্লোর
Cyclone Dane : উত্তাল সমুদ্র, ভাঙল গাছ ; 'দানা'র দাপটে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর; নবান্ন থেকে DM-দের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
দানার দাপট বাংলাতেও। পূর্ব মেদিনীপুরেও বহু জায়গায় ভাঙল গাছ
![দানার দাপট বাংলাতেও। পূর্ব মেদিনীপুরেও বহু জায়গায় ভাঙল গাছ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/9db869440d536896670190ac060b02ec1729826929455170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'দানা'র দাপট
1/10
![১২০ কিমি বেগে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। রাত ১১.৩০ নাগাদ ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/f3ccdd27d2000e3f9255a7e3e2c488003d455.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১২০ কিমি বেগে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। রাত ১১.৩০ নাগাদ ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল।
2/10
![প্রবল ঝড়ের সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। ভাঙল গাছ, উড়ল টিনের চাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/156005c5baf40ff51a327f1c34f2975bf3169.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রবল ঝড়ের সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। ভাঙল গাছ, উড়ল টিনের চাল।
3/10
![দানার দাপট বাংলাতেও। পূর্ব মেদিনীপুরেও বহু জায়গায় ভাঙল গাছ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/799bad5a3b514f096e69bbc4a7896cd96ed36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দানার দাপট বাংলাতেও। পূর্ব মেদিনীপুরেও বহু জায়গায় ভাঙল গাছ।
4/10
![জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকল নোনা জল। ঝড়ের দাপট বকখালি-কাকদ্বীপেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/d0096ec6c83575373e3a21d129ff8fef19ffa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকল নোনা জল। ঝড়ের দাপট বকখালি-কাকদ্বীপেও।
5/10
![নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/032b2cc936860b03048302d991c3498f77fe2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী।
6/10
![কিছুক্ষণ আগে ৭টি জেলার জেলাশাসকের সঙ্গে তিনি কথা বলেছেন। জেলাগুলি হল- পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/18e2999891374a475d0687ca9f989d8364284.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিছুক্ষণ আগে ৭টি জেলার জেলাশাসকের সঙ্গে তিনি কথা বলেছেন। জেলাগুলি হল- পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়া।
7/10
![জেলাশাসকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের অবস্থা সবথেকে খারাপ। দিঘায় প্রবল ঝড়-বৃষ্টি, সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। একই অবস্থা মন্দারমণি এবং তাজপুরে। মন্দারমণিতে নিচু এলাকায় প্রচুর পরিমাণে নোনো জল ঢুকে গিয়েছে। ঝড়ের দাপটে প্রচুর গাছপালা পড়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/fe5df232cafa4c4e0f1a0294418e566041025.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জেলাশাসকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের অবস্থা সবথেকে খারাপ। দিঘায় প্রবল ঝড়-বৃষ্টি, সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। একই অবস্থা মন্দারমণি এবং তাজপুরে। মন্দারমণিতে নিচু এলাকায় প্রচুর পরিমাণে নোনো জল ঢুকে গিয়েছে। ঝড়ের দাপটে প্রচুর গাছপালা পড়েছে।
8/10
![পুরসভা থেকে নজরদারিতে মেয়র। রাতে বিদ্যুৎভবনেই অরূপ বিশ্বাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/8cda81fc7ad906927144235dda5fdf1553c62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরসভা থেকে নজরদারিতে মেয়র। রাতে বিদ্যুৎভবনেই অরূপ বিশ্বাস।
9/10
![জনমানবশূন্য রাস্তাঘাটে কার্যত ভয়ঙ্কর আকার নিয়েছে 'দানা'। ভদ্রক জেলায় ৮টি ব্লক রয়েছে। তার মধ্যে ২টি নিচু এলাকা। গতকাল ১১টা নাগাদ ল্যান্ডফল হয় এবং পরে রাত ২টো নাগাদ সমুদ্রে হাই টাইডের জেরে নিচু এলাকায় জল ঢুকে গিয়েছে। ফলে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/30e62fddc14c05988b44e7c02788e1870b076.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জনমানবশূন্য রাস্তাঘাটে কার্যত ভয়ঙ্কর আকার নিয়েছে 'দানা'। ভদ্রক জেলায় ৮টি ব্লক রয়েছে। তার মধ্যে ২টি নিচু এলাকা। গতকাল ১১টা নাগাদ ল্যান্ডফল হয় এবং পরে রাত ২টো নাগাদ সমুদ্রে হাই টাইডের জেরে নিচু এলাকায় জল ঢুকে গিয়েছে। ফলে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
10/10
![ভদ্রক, বালেশ্বর, পুরী-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় পরিস্থিতি শোচনীয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়া ঝোড়ো হাওয়া তীব্র গতিতে ভিতরকণিকার দিকে এগোচ্ছে। ধামারায় ইতিমধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। ভিতরকণিকার পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ৮০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই সরিয়ে সাইক্লোন শেল্টারে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ওড়িশা সরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/ae566253288191ce5d879e51dae1d8c3c98dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভদ্রক, বালেশ্বর, পুরী-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় পরিস্থিতি শোচনীয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়া ঝোড়ো হাওয়া তীব্র গতিতে ভিতরকণিকার দিকে এগোচ্ছে। ধামারায় ইতিমধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। ভিতরকণিকার পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ৮০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই সরিয়ে সাইক্লোন শেল্টারে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ওড়িশা সরকার।
Published at : 25 Oct 2024 08:59 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)