এক্সপ্লোর
Jagannath Temple Digha : আলোর মালায় উৎসবমুখর দিঘা, মন্ত্রোচ্চারণ শুরু, অভিষেকের আগে কেমন দেখাচ্ছে জগন্নাথ মন্দির?
মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। কলকাতা থেকে দিঘার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অভিষেকের আগে কেমন দেখাচ্ছে জগন্নাথ মন্দির?
1/9

দিঘার মুকুটে নতুন পালক। জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শুরু হয়ে গেছে মূর্তির প্রাণ প্রতিষ্ঠান জন্য এক লক্ষ বার মন্ত্রোচ্চারণ...। আজই পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
2/9

পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দ্বৈতাপতি। মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। আধ্যাত্মিক পরিমণ্ডল বাংলার সৈকতশহরে।
Published at : 28 Apr 2025 03:36 PM (IST)
আরও দেখুন






















