এক্সপ্লোর
Underwater Metro in India: আপনার মেট্রো ঠিক কখন গঙ্গা নদীর তলায়? কী দেখে বুঝবেন?
PM Modi: মাথার উপরে থাকবে গঙ্গা। আর নীচ দিয়ে দৌড়বে মেট্রোরেল। বুধবার মোদি উদ্বোধন করলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

প্রধানমন্ত্রীর হাতে এদিন উদ্বোধন হল দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের মধ্যে কলকাতা প্রথম সাক্ষী হয়েছিল পাতালরেলের। এবারও দেশের প্রথম জলের তলার মেট্রো জুড়ে দিল কলকাতা ও হাওড়া। মাথার উপরে থাকবে গঙ্গা। আর নীচ দিয়ে দৌড়বে মেট্রোরেল।
2/10

মঙ্গলবার বাংলায় এসেছেন মোদি। মার্চে এই নিয়ে দ্বিতীয়বার। বুধবার তিনি উদ্বোধন করলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট। এখানেই রয়েছে গঙ্গীার নীচ দিয়ে যাওয়া অংশ।
Published at : 06 Mar 2024 02:18 PM (IST)
আরও দেখুন





















