এক্সপ্লোর
Gangasagar Mela 2023: সাগর সঙ্গমে পুণ্যার্থীদের ঢল, পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ ২ দিন, দুই সময়ে
Makar Sankranti: কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার৷
ছবি সৌজন্যে-পিটিআই
1/10

পঞ্জিকা মতে, এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তির তিথি। দু দিনই সাগরে পুণ্যস্নান করতে পারবেন পুণার্থীরা।
2/10

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেছেন পুণ্যার্থীরা।
3/10

সাগরতীর্থ জমজমাট। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি৷ পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি।
4/10

সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে।
5/10

কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার৷ তিথি নক্ষত্রের হিসাবে এই গঙ্গাসাগরেই এবার পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ ২ দিন, দুই সময়ে।
6/10

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, শনিবার সূর্যোদয় থেকে সন্ধে ৭টা ২৩ পর্যন্ত মকরসংক্রান্তির তিথি রয়েছে। পুণ্য়স্নানের শুভ সময় সকাল ৭.১৩ থেকে দুপুর ১.০৬ পর্যন্ত।
7/10

অন্যদিকে, গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, রবিবার মকর সংক্রান্তি। সূর্যোদয় থেকে সকাল ১১.৪৫ পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ।
8/10

পুরাণ মতে, সগর রাজার ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন৷ তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে৷
9/10

ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন।
10/10

জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও। এদিন মেলাপ্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি, মেলার মেগা কন্ট্রোল রুম ঘুরে দেখেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা।
Published at : 13 Jan 2023 07:33 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















