এক্সপ্লোর
Advertisement

Gangasagar Mela 2024: রাত পোহালেই মকরস্নান, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সাগরে
South 24 Parganas: প্রবল ঠান্ডার মধ্যেই সোমবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নান।

ছবি সৌজন্যে-পিটিআই
1/10

রাত পোহালেই মকর সংক্রান্তি। মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷
2/10

সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন।
3/10

মাহেন্দ্রক্ষণের অপেক্ষা সাগরপারে। নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল।
4/10

সব মিলিয়ে একাকার এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো এক ভারত। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সোমবার সকাল ৯টা ১৩।
5/10

কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন সকাল থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।
6/10

পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়।
7/10

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। যে সব ঘাট দিয়ে পুণ্যার্থীরা আসছেন, সেই ঘাটগুলি ঘুরে দেখেন দমকলমন্ত্রী।
8/10

দমলকলমন্ত্রীর পাশাপাশি, গঙ্গাসাগরে রয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস।
9/10

আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী।
10/10

ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনারা।
Published at : 14 Jan 2024 04:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
শিক্ষা
জেলার
Advertisement
ট্রেন্ডিং
