এক্সপ্লোর
Pappu Poster: 'পাপ্পু' লেখা পোস্টার নিয়ে উত্তরপাড়ায় মিছিল তৃণমূলের
India's Biggest Pappu: হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। অভিষেকের মন্তব্যে বিস্ফোরক বিরোধীরা।
'পাপ্পু' পোস্টায় লাগিয়ে উত্তরপাড়ায় তৃণমূল, কী বলছে বিরোধীরা ?
1/10

হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। 'উনি আসাতে অপবিত্র হয়েছে, তাই গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল' কর্মসূচি পালন করল তৃণমূল।
2/10

উত্তরপাড়ায় আজকে সকালে তৃণমূল নেতা কর্মীদের গলায় 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিলের ইস্যুতে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি-সিবিআই দ্বারা যেভাবে রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে উনি বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
Published at : 05 Sep 2022 07:27 PM (IST)
আরও দেখুন






















