এক্সপ্লোর
Howrah News: শীতের ডেস্টিনেশন তালিকায় যোগ হোক গাদিয়াড়া, সেজে উঠেছে হাওড়ার পর্যটনস্থল

কীভাবে যাবেন গাদিয়ারা? জেনে নিন
1/10

একদিনের পিকনিক অথবা দুদিন নিরিবিলিতে কাটাতে চান? তাহলে ঘুরে আসতে পারেন হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়াড়াতে।
2/10

রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে গাদিয়াড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজনো হয়েছে এই পর্যটন কেন্দ্রকে।
3/10

আমফান অথবা ইয়াস ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়িয়েছে গাদিয়াড়া।
4/10

কলকাতা ধর্মতলা থেকে বাসে মাত্র দুই ঘন্টা। গাড়িতে যেতে সময় লাগবে দেড় ঘন্টা। এখানে রয়েছে বিলাসবহুল হোটেল, কটেজ থেকে শুরু করে বার কাম রেস্তোরাঁ, কনফারেন্স রুমসহ একাধিক সুবিধা।
5/10

শান্ত নদীর পাড়ে বিকাল বেলায় সূর্যাস্ত উপভোগ করার পাশাপাশি রয়েছে তিন নদীর মিলন স্থলে লঞ্চে ঘুরে বেড়ানোর সুযোগ। নদীর ধারে পিকনিকও জমাতে পারেন সানন্দে।
6/10

রূপনারায়ণ, ভাগীরথী এবং হলদি নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়াড়ার সৌন্দর্য বরাবর আকৃষ্ট করে পর্যটকদের।
7/10

পর্যটন কেন্দ্রের পশ্চিমপাড়ে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণপাড়ে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর। নদী পেরোলেই ঘুরে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। গাদিয়াড়া থেকে সহজেই যাওয়া যায় হলদিয়া বন্দর অথবা দীঘা।
8/10

নদীতীরের শান্ত নিরিবিলি পরিবেশে রকমারি গাছগাছালি এবং পাখিদের কলরব আকর্ষণ করে পর্যটকদের। আর তার টানেই ক্রিসমাস অথবা নতুন বছরের আগের ছুটিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
9/10

করোনা আবহে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ। তাই শীত পড়তেই প্রকৃতির টানে কোভিডবিধি মেনে এখানে আসতে শুরু করেছেন পর্যটকরা।
10/10

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের যাতে সব দিক থেকে সুবিধা হয় তার ব্যবস্থা করা হয়েছে।
Published at : 24 Dec 2021 02:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
