এক্সপ্লোর
Bharat Jodo Nyay Yatra: কখনও বাসে, কখনও জিপে! বাংলার কাছে রাস্তা দেখতে চাইলেন রাহুল
Rahul Gandhi: কখনও হুড খোলা গাড়িতে কখনও বাসে চেপে জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুল গাঁধীকে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

দেশকে রাস্তা দেখাক বাঙালি, নইলে দেশ ক্ষমা করবে না, বঙ্গে জোট টানাপোড়েনের মধ্যেই শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গাঁধীর। রবিবার শিলিগুড়িতে ন্য়ায় যাত্রায় সামিল হয় বামেরাও। রাহুলকে স্বাগত জানান হামরো পার্টির অজয় এডওয়ার্ড। আজ চোপড়ায় রয়েছে কংগ্রেসের কর্মসূচি। তারপরই বিহারে ঢুকবে ন্য়ায় যাত্রা।
2/10

দু’দিনের বিরতির পর, রবিবার বঙ্গে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল গাঁধী। আর আসন সমঝোতা নিয়ে তৃণমূল ও কংগ্রেস মধ্যে টানাপড়েনের মধ্যেই, বাংলাকে পথ দেখানোর আহ্বান জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, 'বাংলায় যে ভালবাসা পেয়েছি, তা আর কোথাও পাইনি। আপনি বাঙালি, দেশকে রাস্তা দেখানো আপনার কর্তব্য়।'
Published at : 29 Jan 2024 09:20 AM (IST)
আরও দেখুন






















