এক্সপ্লোর
Snake Bite : কার্বলিক অ্যাসিডে সাপ সরে বা মরে ?
Venomous Snake Bite : পশ্চিমবঙ্গে সাপের কামড়ে মৃত্যু সংখ্যাটা নেহাত কম নয়।
Snake Bite
1/10

বাংলার বিভিন্ন জায়গায় এখনও জ্বলন্ত সমস্যা সাপের কামড়ে প্রাণহানি। বিষধর সাপ কামড়েছে বুঝতে পারলে সময় নষ্ট না করে সোজা রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শই দেন চিকিৎসকরা।
2/10

দৌড়ঝাঁপ করলে দ্রুত বিষয় ছড়িয়ে পড়তে পারে, তাই চুপ করে এক জায়গায় বসে দ্রুত হাসপাতালে আসার বাঞ্চনীয় বলেই জানান তাঁরা। পাশাপাশি বেশ কিছু বিষয়ে করতে নিষেধও করেন তারা। যার মধ্যে প্রথম ও অন্যতম হচ্ছে, কামড়ের পর কোনওরকম বাঁধন না দেওয়া।
Published at : 25 Nov 2023 06:40 AM (IST)
আরও দেখুন






















