এক্সপ্লোর
Kali Puja 2021: পুজো শুরুর ইতিহাস অজানা, রীতি মেনে মাতৃ আরাধনার আয়োজন সেবকেশ্বরী কালীমন্দিরে
পুজোর আয়োজন সেবকেশ্বরী কালীমন্দিরে
1/10

কবে শুরু হয়েছিল পুজো, জানেন না কেউ। শুধু মানেন, কালী মা বড় জাগ্রত।
2/10

সেই বিশ্বাস থেকেই প্রতি বছর কালীপুজোয় সেবকেশ্বরীর কালীমন্দিরে ভিড় জমান ভক্তরা। এবার করোনা আবহে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে মায়ের আরাধনার প্রস্তুতিতে কোনও খামতি নেই।
3/10

গাছগাছালিতে ঘেরা পাহাড়, খানিক দূর দিয়ে বয়ে চলেছে তিস্তা। অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে, সেবক পাহাড়ের কোলে ১০৭টি সিঁড়ি ভাংলেই সেবকেশ্বরী কালী মন্দির।
4/10

শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে পড়ে পাহাড়ি এই মন্দির। পুজো হয় বছরভর। তবে কালীপুজোয় হয় বিশেষ আয়োজন। আলোয় ঝলমলিয়ে ওঠে মন্দির।
5/10

কীভাবে এই পুজো শুরু হয়, কবে শুরু হয়, তা নিয়ে সঠিক করে কেউ কিছু বলতে পারেন না। শুধু জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির।
6/10

শোনা যায়, বহু বছর আগে জঙ্গলঘেরা এই জায়গায় মিলেছিল একটি পঞ্চমুণ্ডির আসন, ত্রিশূল।
7/10

আজও সেই আসন, ত্রিশূল সযত্নে রক্ষিত। মৃন্ময়ী মূর্তির পুজো হয় তন্ত্র মতে। চালু রয়েছে বলিপ্রথা।
8/10

করোনা আবহে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ।বন্দোবস্ত হয়েছে অনলাইনে পুজো দেওয়ার।
9/10

এখানে নেই কোনও বৈভবের ছোঁয়া। সাদামাঠা এই মন্দিরের সঙ্গে মিশে রয়েছে ভক্তদের শ্রদ্ধা, আবেগ।
10/10

পাহাড় থেকে সমতল, সকলেরই বিশ্বাস, জাগ্রত সেবকেশ্বরী তাঁদের মনোষ্কামনা পূর্ণ করেন। (তথ্য ও ছবি- বাচ্চু দাস)
Published at : 01 Nov 2021 09:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























