এক্সপ্লোর
Gita Path: ভারতীয় সংস্কৃতি নিয়ে বিশেষ বার্তা শঙ্করাচার্যের, রইল সমন্বয়ের বার্তাও
Bhagwad Gita Recitation: এই প্রথম ব্রিগেডে অনুষ্ঠিত হল গীতা জয়ন্তীর অনুষ্ঠান। শোনা গেল সমবেত শঙ্খধ্বনি, হল নাম সংকীর্তন, পাঠের পরে হল আরতিও।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

নানা দলের রাজনীতি, মিটিং-মিছিল। এসবের জন্য পরিচিত ব্রিগেড। কিন্তু এই ডিসেম্বরে অন্য ছবি। এটা যে একেবারে অন্যরকম ব্রিগেড। কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে সেনাবাহিনীর মাঠে রাজনৈতিক স্লোগান নয়, শোনা হল গীতার বাণী।
2/10

লক্ষ কণ্ঠে উচ্চারিত হল অর্জুন বিষাদযোগ থেকে সাংখ্যযোগের শ্লোক। শুধু সাধুসন্তরা নন, অসংখ্য সাধারণ মানুষ যোগ দিলেন রবিবারের গীতাপাঠের অনুষ্ঠানে।
Published at : 24 Dec 2023 07:51 PM (IST)
আরও দেখুন






















