এক্সপ্লোর
Mamata Banerjee: লাল সোয়েটারে প্রাণচঞ্চল আজানিয়া, মমতার সঙ্গে বড়দিনের প্রার্থনায় অভিষেক-কন্যাও
Kolkata Christmas Celebration: বড়দিনে উৎসবের আবেগে ভাসছে তিলোত্তমা। মধ্যরাতে গির্জায় প্রার্থনায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও।
প্রার্থনায় মমতা, অভিষেক ও আজানিয়া।
1/11

শেষ বার রেড রোডের নমাজে দেখা গিয়েছিল বাবার পাশে বড়দিনের শহরে এ বার পিসি ঠাকুমার পাশে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়াকে।
2/11

শনিবার মধ্যরাতে কলকাতার পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলও।
Published at : 25 Dec 2022 12:22 AM (IST)
আরও দেখুন






















