এক্সপ্লোর
Mamata Banerjee : 'প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়' লগ্নি আনতে বিদেশসফরে মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টোর
CM Mamata Foreign Tour : রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন তিনি।

Mamata Banerjee
1/10

দীর্ঘ ৫ বছর পর ১১ দিনের বিদেশসফর। পুজোর মুখে বিদেশযাত্রার আগে ভিন্ন মুডে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
2/10

কলকাতা বিমানবন্দরে বিশ্ববাংলার স্টোরে বিভিন্ন জিনিস খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
3/10

শাড়ি থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের জিনিস, ঘুরে দেখার পাশাপাশি বাংলার শিল্পকে বিদেশে ছড়িয়ে দেওয়ার ভাবনাও প্রকাশ করেন তিনি।
4/10

শাঁখে ফুঁ দেওয়ার পাশাপাশি দুর্গামূর্তিতে চোখ আঁকা থেকে শিল্পকল্পা নিয়েও মাতেন তিনি।
5/10

কলকাতা বিমানবন্দরে পৌঁছে বললেন, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি।
6/10

মুখ্যমন্ত্রী জানান, সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি।
7/10

এদিন কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন তিনি। প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর মাদ্রিদ থেকে ট্রেনে চড়ে যাবেন বার্সেলোনা। যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে।
8/10

মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের একজন করে প্রতিনিধি।
9/10

লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে।
10/10

১১ দিনের বিদেশসফর সেরে আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published at : 12 Sep 2023 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
