এক্সপ্লোর
Rath Yatra 2024: রথযাত্রায় লোকারণ্য, মহাধুমধামে পালন রাজ্যজুড়ে
Rath Yatra Celebration: বাংলাতে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। মাহেশে রশিতে টান পড়ল ৬২৮ বছরের রথে। মহিষাদল, গুপ্তিপাড়াতেও জনজোয়ার। ইস্কনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী।

ফাইব ছবি
1/9

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। মাহেশ, গুপ্তিপাড়া থেকে মায়াপুর, মহিষাদল - সর্বত্রই ভক্তদের ঢল।
2/9

মিন্টো পার্কে ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে রথ পৌঁছয় ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা।
3/9

ইস্কনের রথযাত্রা উপলক্ষ্যে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ-বিদেশের পর্যটকরা।
4/9

৬২৮ বছরে পড়ল হুগলির মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট।
5/9

পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।
6/9

রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ।
7/9

ইসকনের রথযাত্রাকে ঘিরে মাতোয়ারা বাঁকুড়া শহর। সকালে লালবাজার থেকে ইসকনের রথ বের হয়। রথ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
8/9

বিকেলে কোচবিহারে মদনমোহনের রথ যাত্রার সূচনা হয়। ১০০ বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
9/9

আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ।
Published at : 07 Jul 2024 05:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
