এক্সপ্লোর
Tarpith: নতুন বছরের ভোরে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু তারাপীঠে
Tarpith New year 2024 : নতুন বছরের প্রথম দিনে তারাপীঠে উপচে পড়া ভিড় পূর্ণার্থীদের।

নতুন বছরের ভোরে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু তারাপীঠে
1/10

নতুন বছরের প্রথম দিনে তারাপীঠে (Tarapith) উপচে পড়া ভিড় পূর্ণার্থীদের।
2/10

'সারা বছর ভালো ভাবে কাটুক', এই কামনায় বছরে প্রথম দিনে তারা মা-কে পুজো দিচ্ছে ভক্তরা।
3/10

সকাল থেকে হাজার হাজার পূর্ণার্থী ভিড় করেছে। এদিন ভোরে মায়ের মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে।
4/10

মূলত যে কোনও ছুটির দিন বা ভাল দিনেই পুজো দেওয়ার জন্য তারাপীঠে ভক্তদের ঢল নামে। এদিনও তার ব্য়তিক্রম হয়নি।
5/10

সকাল থেকেই তারাপীঠে (Tarapith Temple) উপচে পড়েছে ভিড়। সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার জন্য।
6/10

ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটি থেকে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।
7/10

তারা মায়ের গর্ভগৃহে ঢুকে কেউ মোবাইলে যাতে ছবি না তোলেন, সেই দিকে কড়া নজর রাখার জন্য আবেদন করেছে মন্দির কমিটি।
8/10

নতুন বছর উপলক্ষে রাজ্যে উৎসবের আমেজ। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রয়েছেন রাজ্যবাসী।
9/10

আর তাই নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। গত সপ্তাহ থেকে চলছে নতুন বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
10/10

বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে আগে থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
Published at : 01 Jan 2024 12:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
