এক্সপ্লোর
TET Agitation : পুলিশে পুলিশে ছয়লাপ, টানটান উত্তেজনা, এখন ঠিক কী অবস্থা করুণাময়ীর
সন্ধে হতেই শুরু হয় পুলিশের (Police) মাইকে প্রচার। বিশাল পুলিশবাহিনীতে ছয়লাপ হয়ে যায় করুণাময়ী চত্বর। কিন্তু আন্দোলনে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
TET, TET Agitation, Police
1/10

পুলিশের সংখ্যা বাড়ার মতোই একজোট হয়ে তীব্র প্রতিরোধের সুর আরও জোরালো করতে শুরু করেন আন্দোলনকারীরা।
2/10

১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বক্তব্য, 'মারতে এল মার খাব। হয় পুলিশের মারে মরব, নয়তো না খেয়ে। তবে নিজেদের দাবি থেকে আমরা একচুলও নড়ব না। চাকরি না পেয়ে আমরা এক চুলও নড়ব না।'
Published at : 20 Oct 2022 08:49 PM (IST)
আরও দেখুন






















