এক্সপ্লোর
যাতায়াতে ভরসা নদীপথ, গোসাবায় ভরসা জোগাচ্ছে ওয়াটার অ্যাম্বুল্যান্স
যাতায়াতে ভরসা নদীপথ, গোসাবায় ভরসা যোগাচ্ছে ওয়াটার অ্যাম্বুল্যান্স
1/10

আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। তার নিচে নদীর বুক জুড়ে যেন খুশির ঝিলিক। গোসাবা বিডিও ঘাটের জেটি তখন নাচের তালে আর ছন্দে মুখর। মাথায় মেঘ নিয়ে ভরা নদীর জল ঠেলে তীরে ভিড়ল এমভি কুঞ্জা।
2/10

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা আজ তার অনুষ্ঠানিক সূচনা করেন। জল-জঙ্গলের মধ্যেই যাঁদের জীবন আবর্তিত হয়, সেই সুন্দরবনের বাসিন্দারা নতুন পরিষেবায় খুশি এবং স্বস্তিতে।
Published at : 07 Sep 2021 09:11 PM (IST)
আরও দেখুন






















