এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
WB Municipal Election 2022: মারধর থেকে ভাঙচুর জেলায় জেলায়, পুরভোটে উত্তপ্ত রাজ্য
পুরভোটে অশান্তির ছবি
1/10

উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর নির্দল প্রার্থী দেবাশিস দে-কে ঘুসি, চড়-থাপ্পড়। এই ওয়ার্ডেই ১০ বছর ধরে তৃণমূলের কাউন্সিলর ছিলেন দেবাশিস দে। এবার টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে লড়ছেন। নির্দল প্রার্থীর দাবি, ভোটে কারচুপির অভিযোগ পেয়ে বুথে যেতেই তাঁর ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা।
2/10

নিউ ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। অভিযোগ, এলাকায় ঘুরে বেড়াচ্ছে বাইক বাহিনী। বহিরাগতদের বিরুদ্ধে সিপিএম প্রার্থী সন্ধ্যা মজুমদারের এজেন্ট ও ভোটারদের বাধা ও মারধরেরও অভিযোগ উঠেছে।
3/10

ভোট শুরুর আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রাজপুর বিদ্যানিধি স্কুলে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। ইভিএম ভাঙচুর করা হয়। কংগ্রেস প্রার্থী সৌমেন্দু ঘোষের জামা ছিঁড়ে দেওয়া হয়। আতঙ্কে সকালে ভোট দিতে যাননি কোনও ভোটার। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
4/10

ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর সামনেই দু’ পক্ষের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বাধে।
5/10

ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর সামনেই দু’ পক্ষের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বাধে।
6/10

বহরমপুর পুরসভার একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরী নিজের গাড়িতে তুলে এজেন্টদের বুথে নিয়ে যান। কংগ্রেস সাংসদের দাবি, পুলিশের ভূমিকা নীরব দর্শকের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
7/10

কামারহাটি ২৩ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ রোডে দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। বহিরাগতদের বিরুদ্ধে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ বিরোধীদের। তাড়া করে দুই বাইক আরোহীকে ধরে ফেলা হয়। ক্যামেরা সামনে তাঁরা জানান, এলাকার বাসিন্দা নন, অথচ ভোট দিতে এসেছেন।বহিরাগতদের দাপিয়ে বেড়ানোর কথা অবশ্য মানতে নারাজ তৃণমূল প্রার্থী।
8/10

রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আরও ২টি জায়গায় ভাঙা হল ইভিএম। বৈকুণ্ঠপুর সারদা বিদ্যাপীঠ ও রাজপুর হরকালী বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। এজেন্টদের মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
9/10

খড়গপুরের তালবাগিচা হাইস্কুলের ৮টি বুথেই মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে। ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটাররা কাকে ভোট দিচ্ছেন, সেই ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে। তৃণমূলের দাবি, হারবে জেনেই মিথ্যা অভিযোগ বিজেপি প্রার্থীর।
10/10

উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকায় সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
Published at : 27 Feb 2022 08:50 AM (IST)
Tags :
TMC BJP Congress CPI(M) Politics CPI(M) Municipal Election 2022 WB Municipal Elections WB Municipal Election 2022 WB Municipal Poll 2022 পুরভোট Contai Municipal Elections Kharagpur Municipal Elections Diamond Harbour Municipal Elections Baharampur Municipal Elections Bolpur Municipal Elections Bhatpara Municipal Elections বোলপুর পুরসভা নির্বাচন বহরমপুর পুরসভা নির্বাচন কাঁথি পুরসভা নির্বাচনআরও দেখুন
Advertisement
Advertisement























