এক্সপ্লোর
Weather Update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?
Cyclone Midhili Update : বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ আজ সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে মিধিলি (Cyclone Midhili)। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা বিভিন্ন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া।
Weather Update
1/10

ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এটি ভুবনেশ্বরের ও পারাদ্বীপ উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ।
2/10

এরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পথে এগোবে ঘূর্ণিঝড় মিধিলি। শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের খেপুপারা ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।
Published at : 17 Nov 2023 09:24 AM (IST)
আরও দেখুন






















