এক্সপ্লোর
Flood Situation: জলে ডুবে জেরবার জীবন! মাঠের ফসল-ঘরবাড়ি হারিয়ে হাহাকার গ্রামে
West Bengal News: পুজো আর কদিন বাকি। তার আগে মাঠের ফসল মাঠেই জলে ডুবে গেল। গিয়েছে মাথার ছাদও।
নিজস্ব চিত্র
1/8

জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দি মানুষ, সমমুখীন হতে হচ্ছে চরম দুর্ভোগের। পাঁশকুড়া, উদয়নারায়ণপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুধুই হাহাকারের ছবি।
2/8

দেখে মনে হতে পারে কোনও দ্বীপ। কিন্তু আদতে এটি ঘাটালের জনপদ। বিদ্য়ুতের খুঁটি থেকে হাইটেনশনের তার, সবই এখন জলের তলায়। এতটাই জল উঠেছে যে একাধিক বহুতলের একতলা-দোতলা জলের তলায়।
Published at : 21 Sep 2024 07:00 AM (IST)
আরও দেখুন






















