এক্সপ্লোর
(Source: Poll of Polls)
WB Heat Wave: নেই বৃষ্টির সম্ভাবনা, আরও বাড়বে গরম, তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায়
Weather Update: সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা জারি
ফাইল ছবি
1/9

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আরও বাড়বে গরম।
2/9

বুধবার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রিতে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
3/9

পশ্চিমের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
4/9

পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আগামী ৪ থেকে ৫ দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
5/9

মাঝ চৈত্রেই চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, সাধারণ মানুষের পক্ষে এই গরম সহনীয়। তবে শারীরিকভাবে অসুস্থ, বয়স্ক, শিশু, দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছেন এরকম মানুষদের জন্য অনেকক্ষণ রোদে থাকা বা কঠিন কাজ করা ক্ষতিকর হবে।
6/9

আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের এক বা দু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
7/9

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার লু বইবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক বা দু জায়গায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
8/9

শুক্রবার এবং শনিবার পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
9/9

বিশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতিতে প্রবল তাপে মাথা যন্ত্রণা, ব়্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
Published at : 03 Apr 2024 09:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























