এক্সপ্লোর
Weather Update : এলোমোলো হাওয়া, নাগাড়ে ধারাপাত ! গভীর নিম্নচাপ শক্তি হারালেও প্রবল বৃষ্টি চলবে এইসব জেলায়
Deep depression weakened : আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমেই হারিয়েছে শক্তি । সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অভিমুখী হয়েছে সিস্টেমটি।
গভীর নিম্নচাপ শক্তি হারালেও প্রবল বৃষ্টি চলবে এইসব জেলায়
1/8

আশঙ্কা থেকে স্বস্তি। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরো শক্তি হারাবে। এর ফলে বৃষ্টির প্রভাব কমবে বঙ্গে।
2/8

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমেই হারিয়েছে শক্তি । সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অভিমুখী হয়েছে সিস্টেমটি। উত্তর পূর্ব দিকে বাংলাদেশের আরও ভেতরে ঢুকে এটি আরও শক্তি হারাবে। এর প্রভাব ক্রমশ কমবে বাংলায়।
Published at : 30 May 2025 02:00 PM (IST)
আরও দেখুন






















