এক্সপ্লোর
Weather Update: প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?
South Bengal Weather: উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কবে দেখা মিলবে বৃষ্টির? সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
ফাইল ছবি
1/10

গরমে হাঁসফাঁস, বুধবার পর্যন্ত স্বস্তির কোনও পূর্বাভাস নেই। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
2/10

জৈষ্ঠ্যের প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোথাও আবার তাপপ্রবাহের পরিস্থিতি।
3/10

রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় রকমের স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে।
4/10

তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
5/10

মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে। তবে এই বৃষ্টি একান্তভাবেই স্থানীয়। এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
6/10

এই অস্বস্তিকর পরিস্থিতিতে প্রশ্ন হল, বর্ষা কবে ঢুকবে? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
7/10

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না বইলেও অস্বস্তিকর আবহাওয়া এবং আর্দ্রতা বজায় থাকবে। এই পরিস্থিতি ১২ তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে।
8/10

আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না।
9/10

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই ছবিটা পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর।
10/10

গরমে হাঁসফাঁস করতে হবে না উত্তরবঙ্গবাসীকে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও।
Published at : 09 Jun 2024 07:04 PM (IST)
আরও দেখুন
Advertisement






















