এক্সপ্লোর
Success Story: দৃষ্টিহীনতাও বাধা হয়নি, মায়ের তৈরি করে দেওয়া নোটস পড়ে সফল IAS মনু গর্গ- কীভাবে পড়াশোনা করতেন ?
Manu Garg Success Story: ইউপিএসসিতে সারা ভারতের মধ্যে সিভিল সার্ভিসে ৯১তম স্থান অর্জন করে নেন মনু গর্গ। মাত্র ২৩ বছরেই নজির গড়েন তিনি।
দুটি চোখেই দেখতে পান না মনু, তবু অদম্য জেদে আজ সাফল্যের শীর্ষে
1/9

গত বছর ২০২৪ সালের ২২ এপ্রিল ফলপ্রকাশ হয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার আর সেই পরীক্ষায় উত্তীর্ণ ১০০৯ জন প্রার্থীর মধ্যে জায়গা করে নেন এই তরুণ।
2/9

ইউপিএসসিতে সারা ভারতের মধ্যে সিভিল সার্ভিসে ৯১তম স্থান অর্জন করে নেন মনু গর্গ। মাত্র ২৩ বছরেই নজির গড়েন তিনি।
Published at : 25 Jul 2025 06:14 PM (IST)
আরও দেখুন






















