এক্সপ্লোর
Dol Utsav 2024: বসন্ত উৎসবে চুটিয়ে ব্যাটিং কুণালের, ভোটের প্রচারের মাঝেই আবিরে মাতলেন তাপস
Kunal Tapas Dol Utsav: দোলের দিন সব রং মিলে-মিশে একাকার। লোকসভা ভোটের প্রচার সারার ফাঁকে দোলের উৎসবে সামিল হয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও।

বসন্ত উৎসবে চ্যুটিয়ে ব্যাটিং কুণালের, ভোটের প্রচারের মাঝেই আবিরে মাতলেন তাপস
1/10

দোলের দিন সব রং মিলে-মিশে একাকার। লোকসভা ভোটের প্রচার সারার ফাঁকে দোলের উৎসবে সামিল হয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও।
2/10

দোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়ের।
3/10

সুকিয়া স্ট্রিটে নিজের পাড়ায় দোল উৎসবে মাতলেন কুণাল ঘোষ।
4/10

কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সকলের সঙ্গে মিলে আবির খেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
5/10

এদিন রঙের উৎসবে মাতলেন তাপস রায়।
6/10

তাপস রায় বলেন, রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তার তো কোনও বাধা নেই। রংবাজির রাজনীতি বন্ধ হোক। আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া।
7/10

বসন্ত উৎসবে প্রতিবারের মতোই মেতে উঠলেন শোভনদেব।
8/10

এদিন বউবাজারের বাড়ির নীচে প্রথমে প্রধানমন্ত্রীর ছবিতে আবির মাখালেন তাপস রায়।
9/10

আমরা সবাই তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোই লক্ষ্য।উত্তর কলকাতায় তাপস রায়কে প্রার্থী করা নিয়ে তাঁর মনে কোনও ক্ষোভ নেই, জানালেন বিজেপি নেতা সজল ঘোষ
10/10

পিছন থেকে ছবি সরিয়ে দিলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও অস্তিত্বই নেই, মন্তব্য সজল ঘোষের।
Published at : 25 Mar 2024 07:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
