এক্সপ্লোর
Agnimitra Paul:দেওয়াল লিখন থেকে চা-চক্র, খড়্গপুরে কী ভাবে প্রচার অগ্নিমিত্রার?
Election 2024:দিলীপ ঘোষের বদলে এবার মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। ভোটপ্রচারে তিনি এলেন খড়্গপুরে। প্রথমে শিবমন্দিরে পুজো দিলেন।
দেওয়াল লিখন থেকে চা-চক্র, খড়্গপুরে কী ভাবে প্রচার অগ্নিমিত্রার?
1/10

দিলীপ ঘোষের বদলে এবার মেদিনীপুর (Medinipur BJP Candidate) থেকে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul Campaign) প্রার্থী করেছে বিজেপি। ভোটপ্রচারে তিনি এলেন খড়্গপুরে। প্রথমে শিবমন্দিরে পুজো দিলেন।
2/10

তার পর ওই এলাকায় চা-চক্র ও দেওয়াল লিখনে মন দিলেন। এদিন খড়্গপুর প্রেমবাজার এলাকায় প্রচার সারেন তিনি।প্রচারে বেরিয়ে অগ্নিমিত্রা পাল বললেন, 'বিজেপির তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের যে কাজ করছেন, সেটাই আমাদের প্রচারের ইউএসপি।'
Published at : 29 Mar 2024 02:58 PM (IST)
আরও দেখুন






















