এক্সপ্লোর
2022 Bollywood Releases: ২০২২ সালের ১৪ ছবি যেগুলির অপেক্ষায় বলিউড প্রেমীরা
২০২২ সালের বলিউড ছবির অপেক্ষায় সিনেপ্রেমীরা
1/15

প্রায় বছর দুই। কার্যত গৃহবন্দি ছিল বিশ্ববাসী। থমকে গিয়েছিল গোটা পৃথিবী। ২০২১ সালের শুরুতে খানিক স্বস্তিতে কাটলেও ফের হানা দেয় করোনার দ্বিতীয় ঢেউ। তবে সতর্কতা ও টিকাকরণের মাধ্যমে আপাতত অবস্থা খানিক ভাল। তবে বছর শেষে আবারও জাঁকিয়ে বসছে আতঙ্ক। এবার তালিকায় জুড়েছে নয়া নাম ওমিক্রন। এতদিনের ধাক্কা সামলে সবেমাত্র মাথা তুলে দাঁড়াচ্ছে সিনে দুনিয়া। পরের বছরের একাধিক ছবির মুক্তির কথা ঘোষণা হয়েছে ইতিধ্যেই। তারই মধ্যে বেশ কিছু বাছাই করে দেওয়া হল নিচে। সবকিছু ঠিক থাকলে এই ছবিগুলির জন্য অধীর আগ্রহে সকলে। রইল ২০২২ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির তালিকা।
2/15

ডক্টর জি: অনুভূতি কাশ্যপ পরিচালিত, এই ছবিতে থাকবেন আয়ুষ্মান খুরানা এবং রকুল প্রীত সিংহ। ১৭ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। আয়ুষ্মানের ট্র্যাক রেকর্ডের দিকে তাকিয়ে, আমরা নিশ্চিত যে এই ছবিও দুর্দান্ত হবে।
Published at : 27 Dec 2021 09:09 AM (IST)
আরও দেখুন






















