এক্সপ্লোর
Abhishek Chatterjee Film: শেষবার পর্দায় অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে আসছে ‘পঞ্চভুজ’
অভিষেকের শেষ ছবি
1/10

শেষবারের মতো বড়পর্দায় অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। নাহ, কোনও পার্শ্বচরিত্রে নয়, একেবারে মুখ্যভূমিকায়। ছবির শ্যুটিং শেষ করে গেলেও, তিনি যে ছবির মুক্তি দেখতে পাবেন না তা বোধহয় কল্পনা করেননি কেউই।
2/10

রানা বন্দ্যোপাধ্যায়ের ‘পঞ্চভুজ’ (Panchabhuj) ছবিতে অভিষেক চট্টোপাধ্যায়ই মুখ্য অভিনেতা ‘রাঘব’। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Banerjee), কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবির পোস্টার, গান। প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায় (Soumen Chatterjee)।
Published at : 07 Apr 2022 09:59 PM (IST)
আরও দেখুন






















