এক্সপ্লোর
Seema Kapoor: নিজের মা এমন হয়? অকথ্য় অত্যাচারের কথা শোনালেন অভিনেত্রী, জানালেন, জীবনটাই ঘেঁটে গিয়েছে
Child Abuse: সৎ মা নন, নিজের মা চরম অত্যা করতেন বলে দাবি অভিনেত্রীর। ছবি: প্রতীকী চিত্র ও ফাইল চিত্র।
প্রতীকী চিত্র।
1/10

হিন্দি সিরিয়াল জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একসময় থিয়েটার করেছেন চুটিয়ে, পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন। আজও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন সীমা কপূর।
2/10

কিন্তু পর্দায় জাঁদরেল চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে যন্ত্রণাক্লীষ্ট জীবন সীমার। বিশেষ করে শৈশবের কথা মনে পড়লে আজও ভিতরে ভিতরে গুটিয়ে যান। আর কেউ নন, নিজের মা তাঁর কাছে বিভীষিকাময় এক চরিত্র।
3/10

নিজের শৈশব নিয়ে সম্প্রতি স্মৃতির পাতায় ডুব দেন সীমা। কলকাতায় জন্মগ্রহণ করা অভিনেত্রী জানিয়েছেন, সৎ মা অত্যাচারী হন বলে প্রচলিত থাকলেও, অনেক ক্ষেত্রে নিজের মা-ও কম যান না।
4/10

সীমার দাবি, অনেক ক্ষেত্রে সন্তানকে অত্যাচার করতে গিয়ে সব সীমা অতিক্রম করে ফেলেন মায়েরাও। তিনি নিজে এই যন্ত্রণার শিকার হয়েছেন। এমনকি ‘মা’ শব্দটিও একসময় তাঁর মনে ভয় ধরাত বলে দাবি সীমার।
5/10

সীমা জানিয়েছেন, স্কুল থেকে ফিরেও ঘণ্টার পর ঘণ্টা সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে হতো তাঁকে। প্রতিবেশীদের করুণা হলে নিজেদের বাড়িতে ডাকতেন তাঁরা, জল দিতে চাইতেন। কিন্তু মাকে এত ভয় পেতেন যে, পরিণাম ভেবে সিঁড়ি থেকে নড়তে পারতেন না।
6/10

মা প্রচুর মারধর করতেন বলেও দাবি সীমার। জানিয়েছেন, আজকের দিনে হলে‘Child Abuse’ বলে ধরা হতো। স্কুলে যাওয়ার সময় এমন মারতেন মা যে রক্ত বেরোত, যা দেখে বন্ধুরাও ভয় পেতেন। ওই মহিলা আদৌ নিজের মা, না সৎ মা জিজ্ঞেস করতেন সকলে।
7/10

সীমার বক্তব্য, “ভাবতে পারবেন না মা কী অত্যাচার করত। এমন অত্যাচার করত যে মা শব্দটাতেই ভয় ধরে গিয়েছিল আমার। অন্যের মা-কেও বিশ্বাস হতো না। বন্ধুদের বাড়িতে গেলেও আগে দেখতাম তাদের মা বাড়িতে আছে কি না।”
8/10

মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে আগেও মুখ খুলেছেন সীমা। জানিয়েছেন, মা চরম অত্যাচার চালাতেন তাঁর উপর। ছ’বছর বয়সে মা-বাবার বিবাহবিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু অত্যাচার সহ্য় করতে না পেরে একসময় বাবাকে খবর দেন। শেষ পর্যন্ত মাকে ছেড়ে বাবার সঙ্গে থাকতে চলে যান তিনি।
9/10

সীমা জানিয়েছেন, শৈশবের ভয়াবহ স্মৃতিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কারও সঙ্গে বেশি ঘনিষ্ঠতা পোষায় না তাঁর। অনেক সময় একটু ভালবাসা পেয়ে ভুল মানুষকেও ঠিক বলে মনে হয়েছে। যখন সত্য জানতে পেরেছেন, ভিতরে ভিতরে ভেঙে খান খান হয়ে গিয়েছেন।
10/10

থিয়েটার, ছবি করলেও, হিন্দি সিরিয়ালই ঘরে ঘরে পরিচিতি দেয় সীমাকে। ‘কুরুক্ষেত্র’, ‘হাম সাত-আট হ্য়ায়’, ‘বিদাই’, ‘নাগিন’, ‘এক হাজারোঁ মেঁ মেরি বেহনা হ্যায়’, ‘হাসরতে’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন।
Published at : 07 Jun 2025 05:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























