এক্সপ্লোর
Adipurush: 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চে কৃতির পারিশ্রমিকের সমান খরচ করেছেন নির্মাতারা!
Adipurush Film: যে কোনও অনুষ্ঠানের আগেই তিরুপতি মন্দিরে পুজো দেন প্রভাস। ১৬ তারিখ মুক্তি পাচ্ছে 'আদিপুরুষ'। তার আগেও অন্যথা হয়নি এই নিয়মের।
'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চে কৃতির পারিশ্রমিকের সমান খরচ করেছেন নির্মাতারা!
1/10

১৬ তারিখ মুক্তি পাচ্ছে প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত নতুন ছবি আদিপুরুষ (Adipurush)। আর সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিশাল আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা।
2/10

তিরুপতি মন্দিরে এদিন পুজো দেন প্রভাস ও টিম 'আদিপুরুষ'। আর সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে প্রভাস বলেন, তিনি বিয়ে করলে তিরুপতি মন্দিরের মতো কোনও ধর্মীয় স্থানেই করবেন।
Published at : 07 Jun 2023 11:05 PM (IST)
আরও দেখুন






















