এক্সপ্লোর
Anupam Souraseni Music Video: সৌরসেনীর প্রেমে অনুপম! নতুন গানে 'দারুণ' রসায়ন
অনুপম-সৌরসেনী
1/10

ছবি দেখেই যেন প্রথম প্রেমে পড়া, তারপর সুরে সুরে সেই প্রেমকে বাঁধা। মুক্তি পেল অনুপম রায়ের (Anupam Roy) নতুন গান, দারুণ (Darun)। এই গানে প্রথমবার অনুপম রায়ের মিউজিক ভিডিওতে দেখা গেল সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।
2/10

'সারেগামা' (SaReGaMa)-র সঙ্গে অনুপমের দ্বিতীয় কাজ এটা। নতুন এই গান প্রেমের কথায় বাঁধা, প্রেমের সুরে মোড়া। যাকে ছোঁয়া যায় না, সেই প্রেমেরই যেন গল্প বলে নতুন এই গান।
3/10

অনুপমের কথায়, 'এই গানটা একজন কবি আর তাঁর কল্পনার গল্প বলে। একজন কবির কল্পনার যাদুই যেন এই গানকে জীবন্ত করে তুলেছে।'
4/10

অনুপম আরও বলছেন, 'কিন্তু এই গানের কথার মধ্যে একটা অন্য বার্তাও রয়েছে। কবি যেন বাস্তব আর কল্পনাকে মিশিয়ে ফেলছেন। গানের কথা তাই বলছে, যা ছোঁয়া যায় না.. যা পাওয়া যায় না.. তা তো দারুণ।'
5/10

'সারেগামা' (SaReGaMa)-র সঙ্গে ও অনুপম রায়ের সঙ্গে কাজ নিয়ে অভিনেত্রী সৌরসেনী বলছেন, 'অনুপম রায় আর সারেগামা-র গোটা টিমের সঙ্গে কাজ অভিজ্ঞতা দারুণ। অনুপমদার ইতিমধ্যেই আমাদের খুব ভাল কিছু গান উপহার দিয়েছেন, তবে 'দারুণ' বেশ অন্যরকমের একটা গান।'
6/10

সৌরসেনী আরও বলছেন, 'এই গানের ভাবনটা খুব অনন্য। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই প্রেমের গান। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য।'
7/10

সৌরসেনী আরও বলছেন, 'এই প্রথম অনুপমদার সঙ্গে আমি অভিনয় করব, পর্দা ভাগ করে নেব। আমার মনে হয়, অনুপমদা যে কোন নায়কের সঙ্গে টক্কর দিতে পারে। সবটা মিলিয়ে 'দারুণ'-এ কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।'
8/10

রোহন বসু (Rohan Basu) এই গানটির পরিচালনা করেছেন। গানটি লিখেছেন ও গেয়েছেন অনুপম রায়। পর্দায় এই গানে দেখা গিয়েছে সৌরসেনী ও অনুপমকেই। ৪ তারিখ মুক্তি পেয়েছে এই গানটি।
9/10

গানের মুক্তিতে শহরের একটি রেস্তোরাঁয় হাজির ছিলেন সৌরসেনী ও অনুপম। কালো শার্টে সেজেছিলেন অনুপম, হালকা গোলাপি শাড়িতে সেজেছিলেন সৌরসেনী।
10/10

এর আগে অনুপমের গানে দেখা গিয়েছিল ঋদ্ধি ও সুরঙ্গনাকে। এরপর সৌরসেনীর অভিনয়ও ভালো লাগবে দর্শকদের, আশা টিম 'দারুণ'-এর।
Published at : 06 Jul 2022 08:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























