এক্সপ্লোর
Ashok Kumar Birthday: প্রযোজকের স্ত্রী পালালেন নায়কের সঙ্গে, ল্যাব থেকে ডাক পড়ল শ্যুটিংয়ে, সেই অশোককুমারই বলিউডের ‘দাদামণি’
Bollywood Updates: ছোট-বড় সকলের 'দাদামণি' তিনি। তাঁর মতো বহুমুখী প্রতিভা আগে দেখেনি চলচ্চিত্র জগৎ।
ফাইল চিত্র।
1/10

পর্দায় তিনি আবির্ভূত হওয়া মানেই চোখ আটকে যাওয়া দর্শকের। তাঁর হাত ধরেই হিন্দি চলচ্চিত্রে গ্ল্যামারের সংযুক্তি ঘটেছিল বলে মনে করেন ফিল্ম বোদ্ধারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বার করে বড় পর্দায় মেলে ধরেছিলেন তিনি। তাই প্রিয়জন তো বটেই, মায়ানগরীর কাছে আজও তিনি ‘দাদামণি’।
2/10

বৃহস্পতিবার জন্মবার্ষিকী অশোক কুমারের। আসল নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। ১৯১১ সালের ১৩ অক্টোবর বিহারের ভাগলপুরে জন্ম। বাবা ছিলেন আইনজীবী। চার ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন বড়। বোন সতীদেবীর বিবাহ হয় শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। তার পর ১৬ বছরের ছোট ভাই কল্যাণ, সিনেমাপ্রেমীরা তাঁকে চেনেন অনুপকুমার নামে। সকলের ছোট আভাস, কিংবদন্তি কিশোরকুমার।
Published at : 13 Oct 2022 09:56 PM (IST)
আরও দেখুন






















