এক্সপ্লোর
Advertisement
New Bengali Film: শেষ হল বাপ্পার ছবি 'ত্রিভুজ'-এর শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
New Bengali Film: 'শহরের উপকথা' ও 'গিরগিট'-এর পর আবারও পরিচালকের আসনে বাপ্পা।
শেষ হল বাপ্পাদিত্য়র ছবি 'ত্রিভুজ'-এর শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
1/10

সম্প্রতি তিনি শেষ করলেন অ্য়ান্থোলজি 'ত্রিভুজে'-এর শ্য়ুটিং। কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের একাধিক জায়গায় হয়েছে ছবির শ্য়ুটিং।
2/10

এই ছবিতে কয়েকটু বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্য়ায়, অপরাজিতা ঘোষ, সায়ন্তনী গুহঠাকুরতা, আকাশ সিনহা, দেবেশ রায় চৌধুরী, অনিন্দ্য বন্দ্য়োপাধ্য়ায়, সৌম্য বন্দ্য়োপাধ্য়ায়, দেবপ্রসাদ হালদার ও ফিরদৌসী বসু।।
3/10

ছবির নাম 'ত্রিভুজ'। তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
4/10

প্রত্যেকটা গল্পই থ্রিল, সাসপেন্স ও রহস্য়ে ভরপুর।। এছাড়াও রয়েছে রোমান্টিক বেশ কিছু মুহূর্তের কোলাজ।
5/10

সম্প্রতি শহরের এক রোস্তোরাঁয় হয়ে গেল ছবির ব়্য়াপ আপ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
6/10

চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে উন্মাদনা।
7/10

প্রথম গল্পটি পেন্টিং নিয়ে , পরেরটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি, সূত্র ধরেই বেঁধে রেখেছেন পরিচালক।
8/10

এই ছোট গল্প গুলি সবকটি পরিচালকের নিজের ভাবনায় ও স্ক্রিপ্ট করেছেন জয়দীপ ও সৌমীত। মিউজিক করছেন প্রাঞ্জল দাস। আর্টে সুরজীত ও অর্পন।
9/10

রূপসজ্জায় সুরজীত পাল, সম্পাদনা করছেন অরিত্র দত্ত বনীক।এবং সিনেমাটোগ্রাফিতে অপু মুখোপাধ্যায়। এই ছবির প্রযোজনা করেছেন সুমিত ভট্টাচার্য।
10/10

প্রসঙ্গত, ২০২১ এর ১৭ ই সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক বাপ্পার প্রথম ছবি 'শহরের উপকথা'। বিখ্য়াত নাট্য়কার বাদল সরকারের লেখা 'বাকি ইতিহাস' নাটক অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা।
Published at : 30 Jun 2023 07:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং





















