এক্সপ্লোর
Bengali Serial: কৌশিক-সোমুর ধারাবাহিকে যুক্ত হচ্ছেন প্রসেনজিৎ.. জানেন কীভাবে?
Prosenjit Chatterjee in TV: শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন প্রসেনজিৎ
মুম্বই বসেই হয়েছিল পরিকল্পনা, ১২ বছর পরে ছোটপর্দার গুরুদায়িত্বে প্রসেনজিৎ
1/9

দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা।
2/9

জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।
Published at : 23 Nov 2023 11:58 AM (IST)
আরও দেখুন






















