এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Bengali Serial: কৌশিক-সোমুর ধারাবাহিকে যুক্ত হচ্ছেন প্রসেনজিৎ.. জানেন কীভাবে?
Prosenjit Chatterjee in TV: শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন প্রসেনজিৎ
![Prosenjit Chatterjee in TV: শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন প্রসেনজিৎ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/6ee2096633ea0e8689012b8f88bbfc6a170072055820449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুম্বই বসেই হয়েছিল পরিকল্পনা, ১২ বছর পরে ছোটপর্দার গুরুদায়িত্বে প্রসেনজিৎ
1/9
![দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/30c5e2d1ceeb94361b3c6682d4804c6df3162.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা।
2/9
![জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/b834ae7881a6b309db153acc90b9916b1969f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।
3/9
![এদিক সাংবাদিক সম্মেলনে এসে কার্যত সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য প্রযোজক কথায় বিশ্বাসী নন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/0f05df7f3f924b90fa5f03d2228bb362d426b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিক সাংবাদিক সম্মেলনে এসে কার্যত সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য প্রযোজক কথায় বিশ্বাসী নন।
4/9
![প্রসেনজিতের মতে, ভাল কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। সেই ভাবনা থেকেই ধারাবাহিক 'আলোর কোলে' নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/d76633833ca335b2c32a9180ca365110a230f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রসেনজিতের মতে, ভাল কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। সেই ভাবনা থেকেই ধারাবাহিক 'আলোর কোলে' নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।
5/9
![এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় (Kaushik Roy), সুকৃতি মজুমদার (Swikriti Majumder), ,সোমু সরকার (Somu Sarkar), অনন্যা দাস (Ananya Das) ও আরও এক খুদে, রিষিতা নন্দী (Rishita Nandi)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/53c167565d64616a532f9af62af00ca3ef7ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় (Kaushik Roy), সুকৃতি মজুমদার (Swikriti Majumder), ,সোমু সরকার (Somu Sarkar), অনন্যা দাস (Ananya Das) ও আরও এক খুদে, রিষিতা নন্দী (Rishita Nandi)।
6/9
![এই ধারাবাহিক ধরে রাখবে গল্প.. টিরআরপি নয়, এমনটাই বিশ্বাস প্রসেনজিৎ-এর। অন্যদিকে, প্রসেনজিৎ বলছেন, '১২ বছর আমি কোনও শো-করেনি। কেন করিনি তা নিয়ে প্রশ্ন করবেন না। এমনিই করা হয়নি, তেমন কোনও কারণ নেই। ছবি প্রযোজনার কাজ করেছি সেই সময়ে। '](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/46c8d732fc67d7919c8814da4b58e637d4d26.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধারাবাহিক ধরে রাখবে গল্প.. টিরআরপি নয়, এমনটাই বিশ্বাস প্রসেনজিৎ-এর। অন্যদিকে, প্রসেনজিৎ বলছেন, '১২ বছর আমি কোনও শো-করেনি। কেন করিনি তা নিয়ে প্রশ্ন করবেন না। এমনিই করা হয়নি, তেমন কোনও কারণ নেই। ছবি প্রযোজনার কাজ করেছি সেই সময়ে। '
7/9
![প্রসেনজিৎ বলছেন, ' এই গল্পটি আমায় আকৃষ্ট করেছিল। মুম্বই বসে এই ধারাবাহিকের গল্পটা শুনেছিলাম আর তারপরেই মনে ধরে যায়। আমার টিমকে কথা বলতে বলি। সব মিলিয়ে একটি পরিকল্পনা চলছিলই, তবে শো-এর সময়টা এগিয়ে আসে। তাতে টিমের ওপর একটু চাপ পড়লেও আমি খুশি।' ২৭ নভেম্বর থেকে জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/997932f2f0af7d22fd2971ad4bcf92d07ddc7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রসেনজিৎ বলছেন, ' এই গল্পটি আমায় আকৃষ্ট করেছিল। মুম্বই বসে এই ধারাবাহিকের গল্পটা শুনেছিলাম আর তারপরেই মনে ধরে যায়। আমার টিমকে কথা বলতে বলি। সব মিলিয়ে একটি পরিকল্পনা চলছিলই, তবে শো-এর সময়টা এগিয়ে আসে। তাতে টিমের ওপর একটু চাপ পড়লেও আমি খুশি।' ২৭ নভেম্বর থেকে জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
8/9
![এই ধারাবাহিকের হাত ধরেই ফের মুখ্যচরিত্রে ফিরছেন সোমু। এর আগে 'গোধূলি আলাপ' (Godhuli Alap) ধারাবাহিকে দেখা গিয়েছিল সোমুকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/276485856216664726d3a9812a2e6ce590f1c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধারাবাহিকের হাত ধরেই ফের মুখ্যচরিত্রে ফিরছেন সোমু। এর আগে 'গোধূলি আলাপ' (Godhuli Alap) ধারাবাহিকে দেখা গিয়েছিল সোমুকে।
9/9
![অন্যদিকে, প্রসেনজিতের প্রযোজনায় ইতিমধ্যেই কাজও করে ফেলেছেন কৌশিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে বেশ আশাবাদী প্রসেনজিৎ। তিনি এদিন সাংবাদিক সম্মেলনেও বলেন সেই কথা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/c1a18dd53bc023eba006255949ecf10ef33da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, প্রসেনজিতের প্রযোজনায় ইতিমধ্যেই কাজও করে ফেলেছেন কৌশিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে বেশ আশাবাদী প্রসেনজিৎ। তিনি এদিন সাংবাদিক সম্মেলনেও বলেন সেই কথা।
Published at : 23 Nov 2023 11:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)