এক্সপ্লোর
Bengali Theatre: মেলবোর্নের মাটিতে বাংলার সংস্কৃতিকে ভালবাসতে শেখাচ্ছে নাট্যদল 'ছায়ানট'
Chayanot: মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে। কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালবেসেই।
মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে
1/10

কলকাতার বাইরে গেলে যে বাঙালি বাংলা ভোলে, এমনটা বোধহয় সবসময় হয় না। অনেকেই বিদেশে গিয়েও আঁকড়ে ধরেন বাংলাকে। চর্চা করেন বাংলার।
2/10

ঠিক যেমনটা ঘটেছে 'ছায়ানট'-এর ক্ষেত্রে। মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে। কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালবেসেই।
Published at : 26 Jun 2024 09:05 PM (IST)
আরও দেখুন






















