এক্সপ্লোর
Bengali Theatre: মেলবোর্নের মাটিতে বাংলার সংস্কৃতিকে ভালবাসতে শেখাচ্ছে নাট্যদল 'ছায়ানট'
Chayanot: মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে। কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালবেসেই।
মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে
1/10

কলকাতার বাইরে গেলে যে বাঙালি বাংলা ভোলে, এমনটা বোধহয় সবসময় হয় না। অনেকেই বিদেশে গিয়েও আঁকড়ে ধরেন বাংলাকে। চর্চা করেন বাংলার।
2/10

ঠিক যেমনটা ঘটেছে 'ছায়ানট'-এর ক্ষেত্রে। মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে। কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালবেসেই।
3/10

২০২০ সালে, মাত্র ৪জন মিলে তৈরি করেছিলেন 'ছায়ানট'। প্রথম উপস্থাপনা ছিল একটি শ্রুতিনাটক। সেই সময়ে মঞ্চে নাটক করার মতো পরিস্থিতি ছিল না। সেই শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল ইউটিউবে।
4/10

চার বছর ধরে চলা এই নাটকের দল তুলে ধরেছে বাংলার বিভিন্ন নাটক থেকে শুরু করে হিন্দি ভাষার নাটককেও। মনোজ মিত্রর বিখ্যাত নাটক "কেনারাম বেচারাম", ‘সত্তি ভূতের গপ্পো’, উপস্থানা করেছে।
5/10

শুধু বাংলা নয়, হিন্দীতে রামায়ন এবং মন্চায়ন -এর মতো নাটকও মেলবোর্নের মঞ্চে উপস্থাপিত করেছেন তাঁরা। বিদেশের মানুষদের কাছে, ভারতীয় সংস্কৃতির মাধুর্য্যকে পৌঁছে দেওয়াই এই দলের উদ্দেশ্য।
6/10

কেবল প্রাপ্তবয়স্করা নন, 'ছায়ানট'-এ যুক্ত রয়েছে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীরাও। বিদেশে থেকেও যে তারা একাত্ম হতে পারে দেশের সঙ্গে, সেই চেষ্টাই করে যায় ছায়ানট। সদ্য এই দলের খুদের স্নো হোয়াইট নাটকটিও মঞ্চস্থ করেছে।
7/10

WOMPA: West of Melbourne Performing Arts -এ জাজ’স স্পেশাল মেনশন এবং পিপল’স চয়েস বেস্ট প্রডাকশন পুরস্কার পেয়েছে 'ছায়ানট'। সেরা ১০টি নাটকের স্ক্রিপ্টের মধ্যে একটি ছিল 'ছায়ানট'-এর।
8/10

এখন ‘ছায়ানট’-এর পরিকল্পনা মনোজ মিত্রর নতুন নাটক ‘আঁখি পল্লব’। এটি মঞ্চস্থ হবে ২১ এ জুলাই।
9/10

এখন জোরকদমে চলছে আগামী নাটকের প্রস্তুতি। ছায়ানটের আশা, প্রত্যেক মেলবোর্নবাসীকেই মুগ্ধ করবে এই নাটকের দল।
10/10

নিজেদের কাজ, ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র সামলেও 'ছায়ানট'-এর জন্য প্রাণপণ ঢেলেই চেষ্টা করছেন দলের সদস্যরা। স্বপ্ন একটাই, এই দল ছড়িয়ে পড়বে একদিন গোটা মেলবোর্ন জুড়ে।
Published at : 26 Jun 2024 09:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















