এক্সপ্লোর
Bhumi Pednekar Birthday: ওজন বাড়িয়ে ৯০ কেজি, ৪৫ বার প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলেন নিজের প্রথম ছবি, জন্মদিনে অজানা ভূমি পেডনেকর
ভূমি পেডনেকর
1/10

'দম লাগাকে হাইসা' (Dum Laga Ke Haisha) ছবির হাত ধরে তাঁর প্রথম বড়পর্দায় পা রাখা। সেই ছবিতে বলিউড দেখেছিল ৯০-কেজির এর অভিনেত্রীকে। ছবির চিত্রনাট্যের জন্য দরকার ছিল এমনই এক অভিনেত্রীর।
2/10

তারপর সময় পেরিয়েছে, ছবিও পেরিয়ে গিয়েছে। ৬ বছর আর ১২টা ছবি পেরিয়ে সেই নায়িকা এখন ছিপছিপে, তন্বী। একের পর এর সেরা অভিনেত্রীর পুরস্কারে ভারি তাঁর ঝুলি। ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। আজ তাঁর জন্মদিন।
Published at : 18 Jul 2022 07:59 PM (IST)
আরও দেখুন






















