এক্সপ্লোর
Bollywood actors who are amazing singers: অভিনয়ের পাশাপাশি কণ্ঠের জাদুতেও দর্শককে বুঁদ করে এই বলি সেলেবরা
বলিউডে বেশ কিছু বহু-প্রতিভাবান তারকা রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি নিজেদের কণ্ঠ জাদুতেও মাত করেছে আপামর দর্শককে। এই তালিকায় কারা রয়েছেন, চলুন জেনে নেওয়া যাক।
অভিনয়ের পাশাপাশি কণ্ঠের জাদুতেও দর্শককে বুঁদ করে এই বলি সেলেবরা
1/8

এই তালিকায় আছেন পরিণীতি চোপড়া। 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে তাঁর গান মুগ্ধ করেছে দর্শককে।
2/8

ফারহান আখতার শুধু একজন দক্ষ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাই নন, একজন প্রতিভাবান গায়কও বটে। তিনি 'রক অন!!'-এর মতো সিনেমায় তাঁর গানের দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে।
Published at : 12 Sep 2023 02:48 PM (IST)
আরও দেখুন






















