এক্সপ্লোর
Kajol: কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কাজল, কথা বললেন 'অপারেশন সিঁদুর' নিয়েও!
Kajol Visited Kolkata: সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি 'মা'। কাজল মুম্বইবাসী হলেও আদতে বাঙালি। তাই ছবি মুক্তির আগে ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন অভিনেত্রী।
সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি 'মা'
1/10

এই মন্দিরকে পূণ্যতীর্থ বলেই মনে করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। মা ভবতারিণীর আশীর্বাদ নিতে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, অনেকেই এই মন্দিরে আসতে থাকেন মাঝে মাঝেই। শ্রীরাকৃষ্ণের পদধূলি ধন্য এই মন্দির বাঙালির গর্ব ও বটে। আর বৃহস্পতিবার সেই মন্দিরে এলেন বলিউড অভিনেত্রী কাজল।
2/10

সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি 'মা'। কাজল মুম্বইবাসী হলেও আদতে বাঙালি। তাই ছবি মুক্তির আগে ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন অভিনেত্রী।
Published at : 23 May 2025 12:09 AM (IST)
আরও দেখুন






















