এক্সপ্লোর
Shweta Shetty: 'পপ গান এখনও জনপ্রিয়, তবে শিল্পীরা ঝুঁকি নিতে ভয় পান', বলছেন শ্বেতা
শ্বেতা শেট্টি
1/6

১৯৯০ সালে পা রেখেছিলেন পেশা হিসাবে বেছে নিয়েছিলেন গানকে। পপ গান তাঁর রক্তে। ১৯৯২ সালে প্রথম খ্যাতির আলো দেখেন অতুল চূড়ামণির হাত ধরে। শ্বেতা শেট্টি। বলিউডে পপ গায়িকা হিসাবে পরিচিত নাম তিনি।
2/6

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্বেতার নতুন অ্যালবাম 'জ্বলনে মে হ্যায় মজা'। কেমন ছিল এই যাত্রাটা? শ্বেতা বলছেন 'রাস্তাটা নেহাৎ সহজ ছিল না। অনেক বাধা বিপত্তিও এসেছে। ব্যক্তিগত কারণে ২০ বছর সঙ্গীত জগত থেকে দূরে ছিলাম। অনেকেই তখন বলেছিল কেন সঙ্গীত থেকে সরে দাঁড়িয়েছিলাম। থিয়েটার থেকে রক শো, একটা সময় আমি সবই করেছি।'
Published at : 31 Mar 2021 12:28 AM (IST)
আরও দেখুন






















