এক্সপ্লোর
Chaiti Ghoshal: চৈতি পরিচালিত ছবিতে ঋতুপর্ণা, অমর্ত্য, সুজয়প্রসাদদের ফার্স্ট লুক প্রকাশ্যে
Rituparna Sengupta-Chaiti Ghoshal: চৈতির ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্য রায়।

চৈতি পরিচালিত ছবিতে ঋতুপর্ণা-অমর্ত্যর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় সুজয়প্রসাদ-শুভাশীষ
1/10

যিনি নাটকের মঞ্চে সবার বাকরুদ্ধ করে রাখেন অভিনয় দক্ষতায়, ছোটপর্দা-বড়পর্দাতেও চরিত্রদের ফুটিয়ে তোলেন নিজের ছন্দে, এবার তাঁর কাজ গল্প বলার। তবে ক্যামেরার পিছনে। চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)
2/10

যে ছবি পরিচালনা করছেন, সেই খবর আগেই পাঠক-পাঠিকাদের কাছে পৌঁছে দিয়েছিল এবিপি লাইভ (ABP Live)। সেই ছবির কাজ কতদূর এগোল, যোগ দিলেন আর কে কে.. এবার পালা সেই গল্প শোনার।
3/10

চৈতির ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও অমর্ত্য রায় (Amartya Ray)।
4/10

এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা সুজয় প্রসাদ (Sujoy Proshad) ও শুভাশীষ মুখোপাধ্যায় (Subhashish Mukherjee)-কে।
5/10

ইতিমধ্যেই ছবির লুক সেট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই শুরু হবে শ্যুটিং। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন, এমএস প্রোডাকশন ৭৪ (MS Productions 74) ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
6/10

অমর্ত্য চৈতির পুত্র, এই কথা অজানা নয় কারও। তবে এটিই অমর্ত্যর প্রথম ছবি নয়। বড়পর্দায় এর আগেও কাজ করেছেন অমর্ত্য। তবে এবার মায়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমর্ত্যকে।
7/10

আর মা-ছেলের এই কাজের দোসর ঋতুপর্ণা। এই ছবির গল্প এক নারীকে ঘিরে, যে তাঁর অতীতের একটি বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় একটি বার বা পানশালায়।
8/10

আর সেখানেই তাঁর দেখা হয় একজন অল্পবয়সী সঙ্গীতশিল্পীর সঙ্গে। সে বারে গান গায়। এই ছবিতে কলকাতার কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে, যাদের পেশা আলাদা, জীবনের দিকগুলো আলাদা। তাঁদের নিয়েই এই গল্প 'নেভার মাইন্ড'।
9/10

এই ছবিতে পার্ক স্ট্রিটের জীবনযাত্রা, ধরণ, তুলে ধরা হবে সব কিছুই। গল্পের শেষ হবে একটি মানবিক বার্তা দিয়ে। এই ছবির গল্প লিখেছেন সম্রাট
10/10

চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে দেখা যাবে গোপী ভগতকে। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্ব রয়েছে রূপম ইসলাম (Rupam Islam)-এর কাঁধে।
Published at : 26 Jan 2024 11:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
