এক্সপ্লোর
Chitrangada: হাতে হাত, মালাবদল, চিত্রাঙ্গদার আইনি বিয়ের ছবিতে বন্ধুত্ব আর প্রেমের গল্প

চিত্রাঙ্গদার আইনি বিয়ের ছবিতে বন্ধুত্ব আর প্রেমের গল্প
1/10

করোনার কারণে পিছিয়েছে সামাজিক বিয়ে। তবে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারতে বাধা কোথায়? ছোটবেলার বন্ধু সম্বিত পত্রের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী পরিচালক চিত্রাঙ্গদা শতরুপা।
2/10

সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন চিত্রাঙ্গদা। আইনি বিয়ের দিন লাল শাড়িতে সেজেছিলেন তিনি।
3/10

নিয়মমাফিক মালাবদলও সারেন এই জুটি। ঘরোয়া অনুষ্ঠান ও খুব ঘনিষ্ঠ মানুষকে নিয়ে অনুষ্ঠান সারেন তাঁরা।
4/10

ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ চিত্রাঙ্গদাই। বাধ্য হয়েই পিছিয়ে দিতে হয় বিয়ে।
5/10

সামাজিক বিয়ে অবশ্য হবে শীতকালেই। তবে গরমে কিছুটা বাধ্য হয়েই আইনত বিয়ে সারলেন এই জুটি। কনের সাজ সাজতে চিত্রাঙ্গদার অবশ্য এখনও দেরি রয়েছে।
6/10

লাল শাড়ির সঙ্গে হালকা সাবেকি সাজ, মাথায় ফুল.. আইনি বিয়ের সন্ধেতে অপরূপা অভিনেত্রী চিত্রাঙ্গদা (Chitrangada)। পাশে ঘিয়ে রঙের পাঞ্জাবিতে মানানসই বর সম্বিত।
7/10

মায়ের সঙ্গে দুই বোন। চিত্রাঙ্গদা শতরুপা আর ঋতাভরী চক্রবর্তী। নেটিজেনদের মনে ধরেছে এই ছবি।
8/10

সোশ্যাল মিডিয়ায় দিদির বিয়ের ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছিলেন, 'আমার বড় বোনের আজ বিয়ে হয়ে গেল। আমার কাছে এর থেকে খুশির আর কী আছে! একটা অদ্ভুত মানসিক দোলচল গিয়েছে এই দিদিকে এইভাবে দেখা পর্যন্ত। কখন আমার দিদি এতটা বড় হয়ে গেল! সম্বিত জামাইবাবু আর চিত্রাঙ্গদা এখন আইনত বিবাহিত। দুজনের জীবনে অনেক আনন্দ, অনেক পাগলামি আর সূর্যালোক আসুক। যদিও শীত আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সামাজিক বিয়ের উৎসবের জন্য। আপাতত সরকারের চোখে ওরা বিবাহিত।'
9/10

শীতকালে সামাজিক অনুষ্ঠান করবেন এই জুটি। তবে এখনও পাকা হয়নি সেই অনুষ্ঠানের তারিখ।
10/10

সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন চিত্রাঙ্গদা। সেখানে তাঁর পরিবারের পাশাপাশি দেখা গেল সম্বিতের পরিবারকেও।
Published at : 27 Apr 2022 05:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
