এক্সপ্লোর
Debina Bonnerjee: দুই সন্তানের জন্ম, ওজনবৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার বঙ্গকন্যা দেবিনা
Actress Debina Bonnerjee: সোশ্যাল মিডিয়ায় তাঁকে বেশি ওজন নিয়ে কটাক্ষের স্বীকারও হতে হয়েছে তাঁকে। দেবিনা বর্তমানে নিজে একটি ইউটিউব চ্যানেল চালান।
দেবিনার ব্যক্তিগত অনুভূতি
1/10

একটা সময় তাঁর কেরিয়ার শুরু হয়েছিল এই বাংলা থেকেই। প্রথমে মডেলিং ও পরে ধারাবাহিক। সুযোগ পেয়ে পাড়িও জমিয়েছিলেন মুম্বইতে। ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনও জিতে নিয়েছিলেন এই বঙ্গকন্যা। দেবিনা বন্দ্যোপাধ্যায়
2/10

সদ্য দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। প্রথম সন্তান জন্মের মাত্র ৪ মাস পরেই আবার অন্তঃসত্তা হওয়ার খবর দেন দেবিনা। তিনি নিজেও বুঝতে পারেননি কীভাবে এই ম্যাজিক সম্ভব। কিন্তু সুস্থ শরীরেই দুই সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা।
Published at : 14 Jul 2023 05:45 AM (IST)
আরও দেখুন






















