এক্সপ্লোর
Deepika-Ranveer: সেপ্টেম্বরের এই বিশেষ তারিখে সন্তানের জন্ম দেবেন দীপিকা? কাজে ফিরবেন কবে?
Deepika Padukone: মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বরেই কোলে আসবে নতুন প্রাণ। উচ্ছ্বসিত তারকা দম্পতি। কবে কাজে ফিরবেন অভিনেত্রী?

সন্তানের অপেক্ষায় রণবীর-দীপিকা
1/10

রাত পোহালেই নতুন মাস। শুরু হবে সেপ্টেম্বর। আর এই মাসেই রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে তাঁদের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়।
2/10

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেগন্যান্সির খবর ঘোষণা করেন তারকা দম্পতি। জানিয়েছিলেন সেপ্টেম্বরেই বাড়িতে আসবে নতুন অতিথি। অনুরাগী থেকে সতীর্থরা, অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছিলেন তাঁদের এই পোস্ট।
3/10

এখন যদিও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে ভাইরাল তাঁর ডেলিভারির তারিখ। News 18 Showsha-র প্রতিবেদন অনুযায়ী দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবর, দম্পতি আপাতত সন্তানের জন্য উপযুক্ত জায়গা তৈরিতে ব্যস্ত।
4/10

ঘনিষ্ঠ সূত্রে খবর, 'সব পরিকল্পনা মাফিক চললে, দীপিকা আগামী ২৮ সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন দক্ষিণ বম্বের এক হাসপাতালে।'
5/10

'আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায় শুরুর লগ্নে অবসর সময় উপভোগ করছেন হবু মা দীপিকা পাড়ুকোন।'
6/10

গুঞ্জন শোনা গিয়েছিল, প্রথম সন্তানের জন্ম দিতে দীপিকা ও রণবীর উড়ে গিয়েছেন লন্ডনে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তারকা দম্পতি প্রথম সন্তানকে আনবেন মুম্বইয়ে থেকেই।
7/10

একই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে আপাতত বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন অভিনেত্রী। ২০২৫ সালের মার্চ মাসে গিয়ে ফের কাজে ফিরতে পারেন দীপিকা পাড়ুকোন। খবর এমনই।
8/10

সূত্রের দাবি, 'দীপিকার মাতৃত্বকালীন ছুটি চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এরপর অভিনেত্রী 'কল্কি'র সিক্যুয়েলের শ্যুটিং করতে ব্যস্ত হয়ে পড়বেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও প্রভাসের সঙ্গে।'
9/10

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আরও একটি গুঞ্জন, দীপিকা ও রণবীরের কোলে আসতে চলেছে পুত্র সন্তান। একাধিক ছবি ও পোস্ট ভাইরাল হয়েছে সেই সংক্রান্ত।
10/10

একটি গিফটিং ব্র্যান্ড ছবি শেয়ার করেছে যেখানে সুন্দর উপহারের বাক্সতে দেখা যাচ্ছে বাদামী কাগজের মোড়ক ও হালকা নীল রঙের সুতো দিয়ে বাঁধা। নীল ও সাদা রঙের আধিক্য দেখে অনুরাগীদের মত দম্পতির কোলে ছেলেই আসবে।
Published at : 31 Aug 2024 07:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
