এক্সপ্লোর
Dev-Raghu Dakat: 'রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য রূপে দেব! ঘিস নদীতে নেমে শিখলেন মাছ ধরা
Raghu Dakat: সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, 'খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে'। অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিত ও।
'রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য রূপে দেব! ঘিস নদীতে নেমে শিখলেন মাছ ধরা
1/10

প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি। কিন্তু হঠাৎই ঘিস নদীর তীরে, অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)।
2/10

জিনসের প্যান্ট গুটিয়ে মাছ ধরতে নদীতে নেমে পড়লেন দেব। তবে একা দেব নন, জলে নামলেন সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি-ও।
Published at : 08 Sep 2025 09:55 PM (IST)
আরও দেখুন






















