এক্সপ্লোর
Tollywood New Movie: একেনের গন্তব্য এবার রাশিয়া, ভূতের ছবিতে শুভশ্রী, একগুচ্ছ চমক টলিউডে
Srijit-Raj New Film: অনির্বাণ-ঋত্বিককে নিয়ে ছবি করছেন সৃজিত, রাজের সিনেমায় মিঠুন, একগুচ্ছ চমক টলিউডে
অনির্বাণ-ঋত্বিককে নিয়ে ছবি করছেন সৃজিত, রাজের সিনেমায় মিঠুন, একগুচ্ছ চমক টলিউডে
1/10

এক নয়... একসঙ্গে চারটি নতুন ছবির ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। চার জনপ্রিয় পরিচালকদের হাত ধরে আসছে চারটি ভিন্ন স্বাদের ছবি।
2/10

এই সমস্ত ছবিরই মহরৎ হয়ে গেল সোমবার। কাজ শুরু হবে খুব তাড়াতাড়িই। কোন পরিচালকের হাত ধরে আসছে কোন কোন সিনেমা, কে কেই বা রয়েছেন তাতে, এক ঝলকে দেখে নেওয়া যাক।
3/10

সাত বছর পরে এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন রাজ। তাঁর ছবির এখনও নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, শোনা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্পই হবে। এই সিনেমার কাস্টিংয়ে রয়েছে বড় চমক।
4/10

এখানে একসঙ্গে কাজ করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী (Mithun Chakraborty and Ritwick Chakraborty)-কে। এছাড়াও এই ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অনুসূয়া মজুমদার (Anashua Majumdar) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)।
5/10

image 1
6/10

একদিকে 'দশম অবতার'-এর সাফল্য, অন্যদিকে 'দুর্গরহস্য' নিয়ে চর্চা... এই দুয়ের পরে ফের এসভিএফের সঙ্গে কাজ করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর নতুন ছবির নাম, 'সত্যি বলে সত্যি কিছু নেই'।
7/10

এই ছবিতে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), ঋদ্ধি সেন (Riddhi Sen), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), কৌশিক সেন (Kaushik Sen) ও অন্যান্যরা।
8/10

'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সঙ্গে পরিচালক-অভিনেত্রীর জুটি বেঁধে দর্শকদের চমক লাগিয়ে দিয়েছিলেন দেবালয়। আর এবার, শুভশ্রীকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে চলেছেন তিনি। বিভিন্ন স্বাদের কাজ করতে ভালবাসেন দেবালয়। তাঁর এবারের ছবি হরর থ্রিলার। সিনেমার নাম, 'আলেয়ার বাড়ি'।
9/10

একেনবাবুকে নিয়ে নতুন গল্প আনতে চলেছেন জয়দেব মুখোপাধ্যায়। এবার একেনবাবুর গন্তব্য হল রাশিয়া। এই ছবিতে আগের মতোই মুখ্যভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী। খুব তাড়াতাড়িই শুরু হয়ে যাবে এই সিনেমার কাজ।
10/10

এখনও এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হয়নি একটি ছবিরও মুক্তির দিন
Published at : 05 Mar 2024 12:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























