এক্সপ্লোর
Ekta Kapoor Ganapati Celebrations: একতা কপূরের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন, হাজির হিনা খান থেকে দিব্যাঙ্কা ত্রিপাঠী...
Ganapati Celebration: প্রযোজক একতা কপূর নিজের বাড়িতে বুধবার গণেশ পুজো উপলক্ষ্যে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেন। সেখানে এলেন কে কে?
একতা কপূরের গণেশ পুজোর উদযাপনে চাঁদের হাট
1/10

সম্প্রতি পালিত হল গণেশ চতুর্থী। গণপতির পুজো বরাবরই মহারাষ্ট্রে বিশেষত মুম্বইয়ে ধুমধাম করে পালিত হয়। একাধিক তারকা মেতে ওঠেন গণপতির আরাধনায়।
2/10

বুধবার নিজের বাড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে দুপুরের খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন অভিনেত্রী। উপস্থিত ছিলেন একাধিক তারকারা।
3/10

সেলিব্রিটিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী হিনা খানও। ব্যক্তিগত জীবনে কঠিন লড়াই চলছে তাঁর। ব্রেস্ট ক্যান্সারের স্টেজ থ্রি, চলছে কেমোথেরাপি। তবে উদযাপনে অংশ নেন তিনিও।
4/10

সাদা ও হলুদ রঙের একটি কো-অর্ড সেটে সুন্দর দেখাচ্ছিল তাঁকে। পোজ দেন বাকিদের সঙ্গে।
5/10

একাধিক ছবিতে দেখা মিলল অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী, তাঁর স্বামী বিবেক দাহিয়া ও অনিতা হাসানন্দানি রেড্ডিরও।
6/10

এছাড়াও ক্যামেরাবন্দি হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ক্রিস্টল ডি'সুজা, হৃত্বিক ধনজানিও।
7/10

একতা কপূরের বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত, পরেছিলেন সুন্দর হলুদ রঙের একটি লেহঙ্গা।
8/10

নিমন্ত্রণের হোস্ট একতা কপূরের পরনে ছিল ঝলমলে সাদা চুড়িদার, সঙ্গে গোলাপী ওড়না। গ্রুপ ছবিতে দেখা গেল অভিনেত্রী ঋধি ডোগরাকে।
9/10

এদিনের অনুষ্ঠানে ক্রিস্টল ডি'সুজা পরেছিলেন সবুজ ও সোনালী রঙের আনারকলি স্যুট। নিজের প্রোফাইলেও পোস্ট করেন ছবি।
10/10

ছবি পোস্ট করলেন অভিনেতা বিশাল সিংহ। পোজ দিলেন একতা কপূর, জিতেন্দ্রর সঙ্গেও।
Published at : 13 Sep 2024 12:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























