এক্সপ্লোর
'The Defective Detective': কলকাতায় 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' ছবির বিশেষ শো, আয়োজনে অভিনেত্রী-প্রযোজক পল্লবী চট্টোপাধ্যায়
Special Screening: একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে অবশেষে কলকাতায় পা রাখল 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'। জনি লিভার সহ একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে তৈরি আদ্যন্ত কমেডি ঘরানার ছবি এটি।
![Special Screening: একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে অবশেষে কলকাতায় পা রাখল 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'। জনি লিভার সহ একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে তৈরি আদ্যন্ত কমেডি ঘরানার ছবি এটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/deffbdc89f4296cb3fcbd542c19f322d1712596964472229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' বিশেষ স্ক্রিনিং
1/10
![কলকাতার বুকে হাজির এক ঝাঁক বলিউড। ইংরেজি ছবি 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হল শহরে। হাজির রইলেন একাধিক টলি তারকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/7176989feb342782951d61e838d5436fda164.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতার বুকে হাজির এক ঝাঁক বলিউড। ইংরেজি ছবি 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হল শহরে। হাজির রইলেন একাধিক টলি তারকা।
2/10
![সারা দেশে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক-অভিনেতা পরিতোষ পেন্টারের নতুন ছবি 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'। কলকাতায় বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা সকলেই। টলিউড থেকেও এসেছিলেন অনেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/289f7885b35ff5bd0f8fdee704163c6823350.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সারা দেশে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক-অভিনেতা পরিতোষ পেন্টারের নতুন ছবি 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ'। কলকাতায় বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা সকলেই। টলিউড থেকেও এসেছিলেন অনেকে।
3/10
![তারা ঝলমলে এই বিশেষ শোয়ের আয়োজনের ভার নিয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক পল্লবী চট্টোপাধ্যায়। 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' ইতিমধ্যেই দেশে-বিদেশে বহু ফেস্টিভ্যালে ঘুরে এসেছে। মুকুটে বেশ কয়েকটা পালকও জুড়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/f1c9fbc648343e77c65969835c77dbd86ec62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারা ঝলমলে এই বিশেষ শোয়ের আয়োজনের ভার নিয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক পল্লবী চট্টোপাধ্যায়। 'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' ইতিমধ্যেই দেশে-বিদেশে বহু ফেস্টিভ্যালে ঘুরে এসেছে। মুকুটে বেশ কয়েকটা পালকও জুড়েছে।
4/10
![ছবিটির মূল ভাষা ইংরেজি। আদ্যন্ত কমেডি ছবি এটি। অভিনয় করেছেন জনি লিভার, বিজয় পাটকর, সিদ্ধার্থ যাদব, শ্বেতা গুলাটির মত দুঁদে অভিনেতারা। ছবিটির প্রযোজনায় একজন বাঙালি, রাজীব কুমার সাহা। সেই কারণেই কলকাতায় বিশেষ শোয়ের আয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/078b1f2f561b76d86edaf0d0654abc6f7906f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবিটির মূল ভাষা ইংরেজি। আদ্যন্ত কমেডি ছবি এটি। অভিনয় করেছেন জনি লিভার, বিজয় পাটকর, সিদ্ধার্থ যাদব, শ্বেতা গুলাটির মত দুঁদে অভিনেতারা। ছবিটির প্রযোজনায় একজন বাঙালি, রাজীব কুমার সাহা। সেই কারণেই কলকাতায় বিশেষ শোয়ের আয়োজন।
5/10
![জনি লিভার ছাড়া পরিচালক সহ ছবির প্রধান অভিনেতারা সকলেই এসেছিলেন কলকাতায়। পরিচালকের কথায় 'কলকাতা সব সময় স্পেশাল। প্রযোজক নিজে বাঙালি, তাই কলকাতায় এই শোয়ের ব্যবস্থা করা গেল, আশা করি ছবিটা আপনাদের ভাল লাগবে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/d6be1f7e44ca242e3bac28dca7074d8630768.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জনি লিভার ছাড়া পরিচালক সহ ছবির প্রধান অভিনেতারা সকলেই এসেছিলেন কলকাতায়। পরিচালকের কথায় 'কলকাতা সব সময় স্পেশাল। প্রযোজক নিজে বাঙালি, তাই কলকাতায় এই শোয়ের ব্যবস্থা করা গেল, আশা করি ছবিটা আপনাদের ভাল লাগবে।'
6/10
![ছবির অন্যতম অভিনেতা শ্বেতা গুলাটি মূলত থিয়েটার করেন। ওঁর কথায়, 'কলকাতা আমার থিয়েটারের শহর। বহুবার শো করতে এসেছি। এবার নিজের সিনেমা নিয়ে এলাম। কলকাতা আমার কাছে সব সময়ই খুব প্রিয়'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/1175b2c8497fe7081b3b52a5f2fd0a284c33e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবির অন্যতম অভিনেতা শ্বেতা গুলাটি মূলত থিয়েটার করেন। ওঁর কথায়, 'কলকাতা আমার থিয়েটারের শহর। বহুবার শো করতে এসেছি। এবার নিজের সিনেমা নিয়ে এলাম। কলকাতা আমার কাছে সব সময়ই খুব প্রিয়'।
7/10
![রণবীর সিংহের 'সিম্বা'র দৌলতে সিদ্ধার্থ যাদব এখন পরিচিত মুখ। সিদ্ধার্থর কাছেও কলকাতায় এই শো একটা আলাদা মানে রাখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/baf6b042b27f2349b06d0ea4728340c7d9fc7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রণবীর সিংহের 'সিম্বা'র দৌলতে সিদ্ধার্থ যাদব এখন পরিচিত মুখ। সিদ্ধার্থর কাছেও কলকাতায় এই শো একটা আলাদা মানে রাখে।
8/10
![ছবিটি দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এসেছিলেন। পরিচালক অর্জুন দত্ত, অভিনেত্রী মৌবনী সরকার, ইন্দ্রজিৎ, অপরাজিতা, বিশ্বরূপ, দেবতনু উপস্থিত ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/196d7f80205135369f60e6d0c13dea1c71ded.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবিটি দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এসেছিলেন। পরিচালক অর্জুন দত্ত, অভিনেত্রী মৌবনী সরকার, ইন্দ্রজিৎ, অপরাজিতা, বিশ্বরূপ, দেবতনু উপস্থিত ছিলেন।
9/10
![এসেছিলেন সুরকার দিব্যেন্দু এবং আরও অনেকেই এই বিশেষ শোয়ে উপস্থিত ছিলেন। বলিউড-টলিউড মিলিয়ে একেবারে চাঁদের হাট বসেছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/ac805f215609e9078be6577161fecbb76bc17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এসেছিলেন সুরকার দিব্যেন্দু এবং আরও অনেকেই এই বিশেষ শোয়ে উপস্থিত ছিলেন। বলিউড-টলিউড মিলিয়ে একেবারে চাঁদের হাট বসেছিল।
10/10
!['দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' ছবিটি ইংরেজি, হিন্দি ও মরাঠি ভাষায় তৈরি হয়েছে। কলকাতায় দেখানো হয়েছে ইংরেজি ভাষায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/96dbc8973d93c38404e82f8da3f5aa751fff0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ' ছবিটি ইংরেজি, হিন্দি ও মরাঠি ভাষায় তৈরি হয়েছে। কলকাতায় দেখানো হয়েছে ইংরেজি ভাষায়।
Published at : 08 Apr 2024 10:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)