এক্সপ্লোর
Faisal Khan: বাড়িতে খাঁচাবন্দি করে রেখেছিলেন আমির! দাদার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ফয়জলের
Bollywood Updates: ফের আমিরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তাঁর ভাই ফয়জলের।
![Bollywood Updates: ফের আমিরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তাঁর ভাই ফয়জলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/a97d50e853c2b5cf88f7364783c37b131663645731586338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
—ফাইল চিত্র।
1/10
![বিখ্যাত পরিবারের ছেলে। বাবা, কাকা, দাদা, সকলেই কিংবদন্তি। তার পরেও তথাকথিত মসৃণ হয়নি যাত্রা। বরং পরিবার, বিশেষ করে দাদার সঙ্গে বার বার ঝামেলা বেধেছে তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/ae566253288191ce5d879e51dae1d8c303343.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিখ্যাত পরিবারের ছেলে। বাবা, কাকা, দাদা, সকলেই কিংবদন্তি। তার পরেও তথাকথিত মসৃণ হয়নি যাত্রা। বরং পরিবার, বিশেষ করে দাদার সঙ্গে বার বার ঝামেলা বেধেছে তাঁর।
2/10
![সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়েব বলে মনে করা হয়েছিল। বেশ কয়েক বার একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। কিন্তু সুপারস্টার আমির খানের বিরুদ্ধে ফের মারাত্মক অভিযোগ আনলেন তাঁর ভাই ফয়জল খান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/799bad5a3b514f096e69bbc4a7896cd9fd883.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়েব বলে মনে করা হয়েছিল। বেশ কয়েক বার একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। কিন্তু সুপারস্টার আমির খানের বিরুদ্ধে ফের মারাত্মক অভিযোগ আনলেন তাঁর ভাই ফয়জল খান।
3/10
![বলিউডের আর এক সুপারস্টার সলমন খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব পান ফয়জল। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন তিনি। তার কারণ খোলসা করতে গিয়েই আমিরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880021b1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের আর এক সুপারস্টার সলমন খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব পান ফয়জল। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন তিনি। তার কারণ খোলসা করতে গিয়েই আমিরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন।
4/10
![ফয়জল জানিয়েছেন, ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মানসিক অবস্থা নিয়ে ছেলেখেলা করা হয় বলে মনে করেন তিনি। ঘরের মধ্যে বন্দি করে রেখে হেনস্থা করা হয়। কিছু টাকার জন্য নিজেকে বন্দি করতে পারবেন না তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/fe5df232cafa4c4e0f1a0294418e5660e2986.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফয়জল জানিয়েছেন, ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মানসিক অবস্থা নিয়ে ছেলেখেলা করা হয় বলে মনে করেন তিনি। ঘরের মধ্যে বন্দি করে রেখে হেনস্থা করা হয়। কিছু টাকার জন্য নিজেকে বন্দি করতে পারবেন না তিনি।
5/10
![তাতেই আমিরের কথা উঠে আসে ফয়জলের মুখে। তাঁর কথায়, ‘‘কেন খাঁচাবন্দি হতে যাব আমি? কার ভাল লাগে খাঁচাবন্দি হতে? সকলেই স্বাধীন থাকতে ভালবাসেন। আমিরের বাড়িতে একবার খাঁচাবন্দি করে রাখা হয়েছিল আমাকে।এখন আমি মুক্ত থাকতে চাই।’’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/30e62fddc14c05988b44e7c02788e1870ce97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাতেই আমিরের কথা উঠে আসে ফয়জলের মুখে। তাঁর কথায়, ‘‘কেন খাঁচাবন্দি হতে যাব আমি? কার ভাল লাগে খাঁচাবন্দি হতে? সকলেই স্বাধীন থাকতে ভালবাসেন। আমিরের বাড়িতে একবার খাঁচাবন্দি করে রাখা হয়েছিল আমাকে।এখন আমি মুক্ত থাকতে চাই।’’
6/10
![আমিরের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফয়জল জানিয়েছেন, একেবারে মুখ দেখাদেখি বন্ধ নেই তাঁদের। দেখা হলে হাই-হ্যালো বলেন। আমির নিজের জীবনে ব্যস্ত। নিজেকে ব্যস্ত রেখেছেন তিনিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/8cda81fc7ad906927144235dda5fdf15c4957.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমিরের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফয়জল জানিয়েছেন, একেবারে মুখ দেখাদেখি বন্ধ নেই তাঁদের। দেখা হলে হাই-হ্যালো বলেন। আমির নিজের জীবনে ব্যস্ত। নিজেকে ব্যস্ত রেখেছেন তিনিও।
7/10
![আমিরের সঙ্গে ফয়জলের সম্পর্ক বরাবরই তিক্ত থেকেছে। ফয়জলে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন বলে শোনা গিয়েছিল। সেই সময় ইচ্ছের বিরুদ্ধে বাড়িতে তাঁকে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/18e2999891374a475d0687ca9f989d83d2477.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমিরের সঙ্গে ফয়জলের সম্পর্ক বরাবরই তিক্ত থেকেছে। ফয়জলে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন বলে শোনা গিয়েছিল। সেই সময় ইচ্ছের বিরুদ্ধে বাড়িতে তাঁকে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ তাঁর।
8/10
![২০০৮ সালে সেই নিয়ে আমিরের বিরুদ্ধে সরব হন ফয়জল। আমির তাঁকে বাড়িতে বন্দি করে রেখেছেন, দাদা তাঁকে নিজের হেফাজতে রাখতে চাইছেন বলে অভিযোগ তোলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/799bad5a3b514f096e69bbc4a7896cd90b84e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৮ সালে সেই নিয়ে আমিরের বিরুদ্ধে সরব হন ফয়জল। আমির তাঁকে বাড়িতে বন্দি করে রেখেছেন, দাদা তাঁকে নিজের হেফাজতে রাখতে চাইছেন বলে অভিযোগ তোলেন।
9/10
![শুধু তাই নয়, তাঁর অসুস্থতার খবরও মিথ্যে বলে দাবি করেন ফয়জল। তিনি জানান, একেবারেই অসুস্থ নন তিনি। আমির এবং নিজের পরিবারই তাঁর বিরুদ্ধে মিথ্যে রটিয়ে বেড়াচ্ছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/156005c5baf40ff51a327f1c34f2975b165cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, তাঁর অসুস্থতার খবরও মিথ্যে বলে দাবি করেন ফয়জল। তিনি জানান, একেবারেই অসুস্থ নন তিনি। আমির এবং নিজের পরিবারই তাঁর বিরুদ্ধে মিথ্যে রটিয়ে বেড়াচ্ছেন।
10/10
![তাঁকে অপহরণ করা হয় বলেও অভিযোগ তোলেন ফয়জল। তাঁর দাবি ছিল, অপহরণ করে বাড়িতে বন্দি রাখা হয় তাঁকে। অজানা সব ওষুধপত্র খাওয়ানো হয়। আদালতের হস্তক্ষেপে শেষমেশ মুক্ত হন। আদালত বুঝে যায়, তিনি অসুস্থ নন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880010022.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁকে অপহরণ করা হয় বলেও অভিযোগ তোলেন ফয়জল। তাঁর দাবি ছিল, অপহরণ করে বাড়িতে বন্দি রাখা হয় তাঁকে। অজানা সব ওষুধপত্র খাওয়ানো হয়। আদালতের হস্তক্ষেপে শেষমেশ মুক্ত হন। আদালত বুঝে যায়, তিনি অসুস্থ নন।
Published at : 20 Sep 2022 09:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)