এক্সপ্লোর
Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়ের প্রথম ছবি, বর-কনে সাজে কেমন লাগছে দুই তারকাকে?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/293fca265b36b22f638367eebd840245_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর
1/10
![ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। বলিউডের দুই নামী তারকা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/2d79742cb12a89d029dfc398a2961cc3ea42a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। বলিউডের দুই নামী তারকা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিলেন।
2/10
![আজ বিয়ে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। খান্ডালায় তাঁদের বিয়ের আসর বসেছে। গত দুদিন ধরে দুই তারকার বিয়ের নানা অনুষ্ঠান চলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/a2e9892b3e0bbf604fb07ae165d2b78308158.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বিয়ে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। খান্ডালায় তাঁদের বিয়ের আসর বসেছে। গত দুদিন ধরে দুই তারকার বিয়ের নানা অনুষ্ঠান চলছে।
3/10
![মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ পর্ব সেরে আজ বিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক আজ শুভপরিণয়ের রূপ নিচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/63f68c55272051067226fa9729a7c456eaabe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ পর্ব সেরে আজ বিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক আজ শুভপরিণয়ের রূপ নিচ্ছে।
4/10
![ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে কনের সাজে শিবানী ডান্ডেকরকে গাঢ় লাল রঙের লেহেঙ্গায় সেজে উঠতে দেখা গিয়েছে। অন্যদিকে ফারহানের পরণে কালো পোশাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/990335252373846bb216d71a7bd6d813dcf2b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে কনের সাজে শিবানী ডান্ডেকরকে গাঢ় লাল রঙের লেহেঙ্গায় সেজে উঠতে দেখা গিয়েছে। অন্যদিকে ফারহানের পরণে কালো পোশাক।
5/10
![মুসলিম কিংবা মরাঠী কোনও রীতি অনুযায়ীই বিয়ে হচ্ছে না ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। বরং নতুন জীবন শুরুর আগে একে অপরের কাছে শপথ বাক্য পাঠ করছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/df45e8e990ef7e3b39025df4a8b2a008de527.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুসলিম কিংবা মরাঠী কোনও রীতি অনুযায়ীই বিয়ে হচ্ছে না ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। বরং নতুন জীবন শুরুর আগে একে অপরের কাছে শপথ বাক্য পাঠ করছেন।
6/10
![যদিও বলিউডের নামী পরিচালক ফারহান আখতারের এটি প্রথম বিয়ে নয়। এর আগে অধুনা আখতারের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তানও রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/b01c9a594373833e4fc1fe97ab190ee41bca2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যদিও বলিউডের নামী পরিচালক ফারহান আখতারের এটি প্রথম বিয়ে নয়। এর আগে অধুনা আখতারের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তানও রয়েছে।
7/10
![বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ফারহান আখতারের বিয়েতে তাঁর দুই সন্তান শাক্য এবং আকিরাও উপস্থিত থাকার কথা। জানা যায়, শিবানী ডান্ডেকরের সঙ্গে ফারহানের দুই সন্তানের সম্পর্ক বেশ মধুর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/fd34d467f084a2837a740e97e89c564288563.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ফারহান আখতারের বিয়েতে তাঁর দুই সন্তান শাক্য এবং আকিরাও উপস্থিত থাকার কথা। জানা যায়, শিবানী ডান্ডেকরের সঙ্গে ফারহানের দুই সন্তানের সম্পর্ক বেশ মধুর।
8/10
![একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই বিয়ে সারছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/974b9cb94a345d3c3fc6a848072bfb2a94bc0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই বিয়ে সারছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করছেন তাঁরা।
9/10
![যদিও দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বলি তারকাও। জানা যাচ্ছে, ফারহান-শিবানীর বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে মেইং চ্যাং, গৌরব কপূর, সমীর কোচর, মনিকা ডোগরা, রীতেশ সিদওয়ানী, রিয়া চক্রবর্তী প্রমুখ তারকাদের থাকার কথা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/e4232c7892f1654fed7c4e57850f422978564.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যদিও দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বলি তারকাও। জানা যাচ্ছে, ফারহান-শিবানীর বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে মেইং চ্যাং, গৌরব কপূর, সমীর কোচর, মনিকা ডোগরা, রীতেশ সিদওয়ানী, রিয়া চক্রবর্তী প্রমুখ তারকাদের থাকার কথা।
10/10
![এছাড়াও শাহরুখ খান ও হৃত্বিক রোশনও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/bc11a71a43521bfa0f48e7a6a256640427fe5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও শাহরুখ খান ও হৃত্বিক রোশনও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা।
Published at : 19 Feb 2022 04:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)