এক্সপ্লোর
Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়ের প্রথম ছবি, বর-কনে সাজে কেমন লাগছে দুই তারকাকে?

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর
1/10

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। বলিউডের দুই নামী তারকা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিলেন।
2/10

আজ বিয়ে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। খান্ডালায় তাঁদের বিয়ের আসর বসেছে। গত দুদিন ধরে দুই তারকার বিয়ের নানা অনুষ্ঠান চলছে।
3/10

মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ পর্ব সেরে আজ বিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক আজ শুভপরিণয়ের রূপ নিচ্ছে।
4/10

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে কনের সাজে শিবানী ডান্ডেকরকে গাঢ় লাল রঙের লেহেঙ্গায় সেজে উঠতে দেখা গিয়েছে। অন্যদিকে ফারহানের পরণে কালো পোশাক।
5/10

মুসলিম কিংবা মরাঠী কোনও রীতি অনুযায়ীই বিয়ে হচ্ছে না ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। বরং নতুন জীবন শুরুর আগে একে অপরের কাছে শপথ বাক্য পাঠ করছেন।
6/10

যদিও বলিউডের নামী পরিচালক ফারহান আখতারের এটি প্রথম বিয়ে নয়। এর আগে অধুনা আখতারের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তানও রয়েছে।
7/10

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ফারহান আখতারের বিয়েতে তাঁর দুই সন্তান শাক্য এবং আকিরাও উপস্থিত থাকার কথা। জানা যায়, শিবানী ডান্ডেকরের সঙ্গে ফারহানের দুই সন্তানের সম্পর্ক বেশ মধুর।
8/10

একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই বিয়ে সারছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করছেন তাঁরা।
9/10

যদিও দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বলি তারকাও। জানা যাচ্ছে, ফারহান-শিবানীর বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে মেইং চ্যাং, গৌরব কপূর, সমীর কোচর, মনিকা ডোগরা, রীতেশ সিদওয়ানী, রিয়া চক্রবর্তী প্রমুখ তারকাদের থাকার কথা।
10/10

এছাড়াও শাহরুখ খান ও হৃত্বিক রোশনও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা।
Published at : 19 Feb 2022 04:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
